রাজ্য বিভাগে ফিরে যান

“ননসেন্সগুলো গরুর দুধের সোনা খুঁজতে গিয়ে বাংলায় বিজেপিকে হারিয়েছে” দিলীপকে তীব্র আক্রমণ তথাগতর

October 24, 2021 | < 1 min read

বাংলায় একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির শোচনীয় পরাজয়ের জন্য দিলীপ ঘোষকে দায়ী করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়।

বাংলার রাজনীতিতে কার্যত গরুর দুধে সোনা খুঁজে পাওয়ার জন্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে “গো বিজ্ঞানী” বলে মজা করেন দলের বহু নেতা। কারণ দিলীপ ঘোষের দাবি করেছিলেন গরুর দুধের সোনা খুঁজে পাওয়া যায়।

বাংলায় বিধানসভা নির্বাচনে শোচনীয়ভাবে পর্যুদস্ত হওয়ার পর থেকে তথাগত রায় আক্রমণের নিশানা বারেবারে থেকেছেন দিলীপ ঘোষ এবং কৈলাস বিজয়বর্গীয় মত নেতা। যদিও জীবনে কোনদিন কোন নির্বাচনে দাঁড়িয়ে তথাগত রায় জেতেননি। যেখানে দিলীপ ঘোষ বিধানসভা নির্বাচনে জয়ের পাশাপাশি জিতেছেন লোকসভাতেও।

আজ তথাগত রায় টুইট করে দিলীপ ঘোষের নাম উচ্চারণ না করেই লেখেন, বাংলায় যে সমস্ত নেতারা গরুর দুধের সোনা রয়েছে বলে প্রচার করেছিলেন তাদের এই সমস্ত প্রচারের জন্য বিজেপি হেরেছে। এরা ননসেন্স।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #bjp, #dilip ghosh, #tathagata roy

আরো দেখুন