খেলা বিভাগে ফিরে যান

বিশ্বকাপে এই প্ৰথম হার পাকিস্তানের কাছে! ১০ উইকেটে ধরাশায়ী কোহলির ভারত

October 24, 2021 | < 1 min read

পাক পেসার শাহিন আফ্রিদির শুরুর ছোবল সামলে ২০ ওভারে ভারত করল ৭ উইকেটে ১৫১ রান। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক বাবর আজম। ম্যাচের চতুর্থ বলেই বিপজ্জনক রোহিত শর্মাকে এলবিডব্লিউ করেন শাহিন। ‘হিটম্যান’ তখনও খাতাই খোলেননি। কোহলি একটা দিক ধরে রাখলেন। ৪৫ বলে ৫০ রান করেন। শেষ পর্যন্ত কোহলিকে ৫৭ রানে ফেরান সেই শাহিন আফ্রিদিই। ৪ ওভারে ৩১ রানে তিনটি উইকেট নেন পাক পেসার।

এরপর ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের শাসন করতে থাকেন বাবর আজম এবং মহঃ রিজওয়ান। মাত্র ১৭.৫ ওভারে বিনা উইকেটে জয়ের জন্য দরকারি ১৫২ রান তুলে নেয় পাকিস্তান। বাবর আজম (৬৮)এবং মহঃ রিজওয়ান (৭৮) থাকেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#IND vs PAK, #India, #pakistan, #Dubai, #T20 World Cup 2021

আরো দেখুন