রাজ্য বিভাগে ফিরে যান

ম্যালেরিয়ায় আক্রান্ত বাংলার রাজ্যপাল, দিল্লির বঙ্গভবনে চলছে চিকিৎসা

October 24, 2021 | < 1 min read

ম্যালেরিয়ায় আক্রান্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। শুক্রবার থেকে জ্বর জ্বর ভাব ছিল তাঁর শরীরে। শনিবার রক্ত পরীক্ষার পর তাঁর শরীরে ম্যালেরিয়ার সংক্রমণ ধরা পড়ে।

বাংলায় উৎসবের মরসুমে ছুটি কাটাতে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন ধনখড়। দিন তিনেক আগেই সেখান থেকে বাগডোগরা বিমানবন্দর হয়ে সোজ দিল্লি চলে যান তিনি। সূত্রের খবর, তখন অবশ্য সুস্থ ছিলেন। তার পর শুক্রবার হঠাৎ করেই জ্বর আসতে চিকিৎসকের পরামর্শ মেনে রক্ত পরীক্ষা করান তিনি। তার পরই তাঁর রক্তে ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়ে।

বর্তমানে দিল্লির বঙ্গভবনে তাঁর চিকিৎসা চলছে। এখন অবশ্য তিনি সুস্থই আছেন। জ্বরও কমেছে বলেই খবর মিলেছে।

সপ্তমীর দিন সস্ত্রীক পাহাড়ে গিয়েছিলেন রাজ্যপাল। পাহাড় সফরে গত মঙ্গলবারই স্ত্রীকে সঙ্গে নিয়ে টয় ট্রেনে চাপতে দেখা গিয়েছিল তাঁকে। স্টিম ইঞ্জিনে দার্জিলিং থেকে বাতাসিয়ালুপ, ঘুম পর্যন্ত গিয়েছিলেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhakhar, #delhi, #Malaria

আরো দেখুন