টি-টোয়েন্টি বিশ্বকাপ: স্কটল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে বড় জয় আফগানিস্তানের
টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সুপার-১২-এর তৃতীয় দিন মুখোমুখি হয়েছিল মহম্মদ নবির আফগানিস্তান (Afghanistan) এবং কাইল কোয়র্টজারের স্কটল্যান্ড (Scotland)। স্কটদের বিরুদ্ধে বড় জয় দিয়েই এ বারের বিশ্বকাপ অভিযান শুরু করল রশিদ খানরা। টসে জিতে শুরুতে ব্যাটিং বেছে নেন আফগান ক্যাপ্টেন নবি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৯০ রান তোলে আফগানিস্তান।
স্কটদের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯১ রান। বড় টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লে-র মধ্যে৫ উইকেট হারিয়ে রীতিমতো চাপে পড়ে যায় স্কটরা। আর মাত্র ১০.২ ওভারেই খেলা শেষ। ৬০ রানে অলআউট হয়ে গেল স্কটল্যান্ড।
আজকের ম্যাচের পর, হেড টু হেডে নজর দিকে দেখা যায় আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৭ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ৭ বারই জিতেছে আফগানরা। এর মধ্যে টি-২০ বিশ্বকাপের মঞ্চে এর আগে এক বার সাক্ষাৎ হয়েছিল দুই দলের। সেই সাক্ষাৎেও শেষ হাসি ফুটেছিল আফগানদের মুখে। শারজায় আজ আরও একবার বাজিমাত করল আফগানিস্তান।