রাজ্য বিভাগে ফিরে যান

খড়দহে ফিরহাদ হাকিমের প্রচারের দিনই বিজেপি ছেড়ে ৩৫০ জনের যোগদান তৃণমূলে

October 25, 2021 | 2 min read

 খড়দহ উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে রবিবার খড়দহে নির্বাচনী প্রচার করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন বিকেলে তিনি বন্দিপুর ও রাসমণি মোড়ে পথসভা করেন। তিনি বলেন, শোভনদেব চট্টোপাধ্যায়ের মতো মানুষকে আপনারা পেয়েছেন। উনি কাজের মানুষ। খড়দহের উন্নয়নের জন্য দিনরাত কাজ করবেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রয়াত তৃণমূল বিধায়ক কাজল সিনহার ছবি নিয়ে প্রচারের অভিযোগ উঠেছিল বিজেপি প্রার্থী জয় সাহার বিরুদ্ধে। ওই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে ফিরহাদ বলেন, এখানকার বিজেপি প্রার্থী অমিত শাহ, নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করছেন না। তার কারণ, গত নির্বাচনে ওঁদের ছবি যাঁরা ব্যবহার করেছিলেন, তাঁরা সবাই হেরেছে। তাই মার্কেট ভ্যালুতে মোদি-শাহের ছবি এত তলানিতে গিয়েছে, যে তাঁদের প্রার্থীও তাঁদের ছবি লাগাচ্ছেন না। আমাদের প্রয়াত নেতার ছবি লাগাচ্ছেন! যদি মার্কেটটা একটু ওঠে।


এদিনই তৃণমূল কংগ্রেস নেত্রী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দোপাধ্যায় খড়দহে নির্বাচনী প্রচারে এসে প্রয়াত কাজল সিনহার বাড়িতে যান। স্ত্রী নন্দিতা সিনহার সঙ্গে কথা বলেন। কাজলবাবুর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাও জানান। অন্যদিকে, খড়দহে বিজেপি ছাড়ার হিড়িক অব্যাহত। এদিন বিকেল খড়দহের নালিরমাঠ এলাকায় একটি নির্বাচনী প্রচারে একঝাঁক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেস যোগদান করেন। কয়েকজন স্থানীয় নেতাও যোগ দেন। প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূলের বারাকপুর-দমদম সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, বিধায়ক নারায়ণ গোস্বামী তাঁদের হাতে ঘাসফুলের পতাকা তুলে দেন। পার্থবাবু বলেন, নেতা এবং কর্মী মিলিয়ে বিজেপি থেকে এদিন ৩৫০ জন যোগদান করেছেন। তাঁরা সকলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হতে চাইছেন।অপরদিকে, এদিন মহিষপোতায় প্রচারে গিয়ে পুলিসি বাধার অভিযোগ তুলেছেন বিজেপি প্রার্থী জয় সাহা। যদিও পুলিস জানিয়েছে, কমিশনের নিয়ম অনুযায়ী পাঁচজনের বেশি লোককে নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যেতে পারবেন না। সে ব্যাপারে তাঁকে জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#firhad hakim, #Khardaha, #sobhandeb chatterjee

আরো দেখুন