রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে রাতের বিধিনিষেধ জারির ভাবনা
করোনা সংক্রমণের হারকে বাগে রাখতে এবার আরও সক্রিয় হল নবান্ন। গত ২১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে ফের কার্যকর হয়েছে রাতের বিধি। অর্থাৎ রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাস্তায় চলাফেরার উপর শুরু হয়েছে কড়াকড়ি। প্রশাসনিক সূত্রে খবর, আগামী দিনে রাত ১১টা নয়, আরও দু’ঘণ্টা আগেই বিধি কার্যকরের পক্ষপাতী নবান্ন। সেক্ষেত্রে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যজুড়ে রাতের বিধিনিষেধ জারি থাকবে। নবান্ন সূত্রে এমনই ইঙ্গিত মিলেছে। এ প্রসঙ্গে নবান্নের এক পদস্থ আমলা বলেন, দুর্গাপুজোয় করোনা বিধি মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে। রাস্তায়, পুজো মণ্ডপের বাইরে লক্ষ লক্ষ মানুষ ভিড় জমিয়েছিলেন। তাঁদের অধিকাংশই মাস্ক ছাড়া উৎসবে শামিল হয়েছেন। অসচেতন নাগরিকদের উদাসীনতার জন্যই আজ ফের মাথাচাড়া দিচ্ছে করোনা।
তিনি বলেন, করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসনের শীর্ষ মহল। তাঁদের পরামর্শ, অবিলম্বে রাতের বিধির সময়সীমা বাড়াতে হবে। অর্থাৎ ভিড় যথাসম্ভব কমাতে হবে। সেই সূত্রেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সব জেলা প্রশাসনকে বাড়তি তৎপর হতে বলেছেন মুখ্যসচিব। একইসঙ্গে করোনা পরীক্ষা বাড়াতে ও টিকাকরণে গতি আনার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও ওই আমলার দাবি, সাম্প্রতিক সময়ে এমন অনেক আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে, যাঁরা দু’টি টিকাই নিয়েছেন। এই বিষয়টিও ভাবাচ্ছে নবান্নকে। সেক্ষেত্রে প্রকাশ্য জায়গায় মাস্কের ব্যবহার নিশ্চিত করতে পুলিসকে আরও বেশি সক্রিয় হতে বলা হয়েছে। তবে কবে থেকে রাত ৯টার বিধি লাগু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তাঁর কথায়, আগামী ৪ নভেম্বর কালীপুজো। তার আগে ৩০ অক্টোবর চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। স্বভাবতই সবদিক বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করেন তিনি।