দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

বিজেপি ভাইরাস হঠাতে ১ম ডোজ ৩০ তারিখ, দ্বিতীয় ২০২৪শে: শান্তিপুরে অভিষেক

October 26, 2021 | 3 min read

সদ্য ভবানীপুর-সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে বিপুল জয়ের পর, ৩০ অক্টোবর খড়দা, গোসাবা, দিনহাটা এবং শান্তিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর তাই বাড়তি অক্সিজেন নিয়েই জোরকদমে প্রচারে নেমেছে শাসক দল। এই নির্বাচন তৃণমূলের কাছে কার্যত প্রেস্টিজ ফাইট।

আজ নদিয়ার শান্তিপুরে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর সমর্থনে নির্বাচনী জনসভায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

লাইভ আপডেট

৩:৪৬: শীত-গ্রীষ্ম-বর্ষা বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা।

৩:৪৫: জিডিপি নিম্নমুখী। আর একবার বিজেপি ক্ষমতায় এলে রাস্তায় বের হতে পারবেন না। আফগানিস্তানের মত অবস্থা হবে।

৩:৪৪: আমরা নোট বন্দির সময় লাইনে দাঁড়িয়ে ছিলাম। কালো টাকা ধ্বংস হয়েছে? বরং বেড়েছে।

৩:৪৩: কৃষক আত্মহত্যা, মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে চলে যাচ্ছে কোন‌ও বিচার নেই।

৩:৪২: কংগ্রেস, সিপিএম, তাদের আদর্শ বিজেপির কাছে বিক্রি করে দিয়েছে আমরা একমাত্র যারা মাথা নত করি না।

৩:৪১: একজন মহিলার পা ভেঙে দিলি। সেওই ভাঙা পা নিয়ে ২০০-এর উপরে আসন জিতে আনলেন। বাংলা বশ্যতা স্বীকার করে না।

৩:৪০: প্রথম ডোজ নেবেন ৩০ তারিখ। আর দ্বিতীয় ডোজ ২০২৪- এ নেবেন। ভাইরাসমুক্ত নদিয়া, বাংলা, ভারত।

৩:৩৯: শান্তিপুরের প্রায় ৮০ শতাংশ মানুষের ভ্যাকসিন হয়েগেছে। কোভিডের ভ্যাকসিন কোভিশিল্ড আর বিজেপির ভ্যাকসিন মমতা বন্দ্যোপাধ্যায়।

৩:৩৮: তিন বছরের সাংসদ জগন্নাথ সরকার কখন‌ও সংসদে শান্তিপুরের কথা উল্লেখ করেছেন? এদের কাজ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ-বাপান্ত করা, আর দিল্লির তল্পি বাহকতা করা।

৩:৩৭: আগামীতে কথা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এসে এই সেতুর উদ্বোধন করবেন। আমি কথা দিয়ে কথা রাখি।

৩:৩৬: শান্তিপুরের স্টেডিয়ামের জন্য এক কোটি টাকা বরাদ্দ করেছেন। এখানে এক হাজার কোটি টাকার ১১ কিলোমিটারের সেতুর কাজ শুরু হয়েছে।

৩:৩৫: ভোটে জেতার তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কাজ শুরু হয়েছে। বিজেপির আচ্ছে দিন এখনও আসেনি।

৩:৩৪: আমরা শান্তিপুরে হেরে গেছি। কিন্তু এখানে উন্নয়ন ব্যাহত হয় নি। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন তা রেখেছেন।

৩:৩৩: কাল গোয়াতে আমাদের মিটিং করার অনুমতি দেয়নি। আমরা রাস্তায় মিটিং করেছি। যে রাজ্যে বিজেপি গণতন্ত্রকে লুণ্ঠিত করেছে সেই সব রাজ্যে আমরা ঢুকে জোড়া ফুলের সরকার প্রতিষ্ঠা করব।

৩:৩২: প্রতিটা রাজ্য একটাই কথা বলছে দেশকি নেত্রী ক্যাইসি হো, মমতা ব্যানার্জি য্যাইসি হো।

৩:৩১: আমাকে দিল্লিতে ডেকে হেনস্তা করছে। গলা কেটে দিলেও বলবো মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।

৩:৩০: তৃণমূল আর বাংলার মাটিতে সীমাবদ্ধ নয়। আমরা ত্রিপুরা, গোয়ায় পৌঁছেগেছি। আগামীতে দেশ থেকে বিজেপিকে বিতাড়িত করব।

৩:২৯: তৃণমূল সাত বছর ধরে বিজেপিকে হারাচ্ছে। আর কংগ্রেস সাত বছর ধরে বিজেপির কাছে হারছে।

৩:২৮: সব সর্বভারতীয় রাজনৈতিক দলকে ধমকে চমকে ঘরে ঢুকিয়ে দিয়েছে। তৃণমূলকে আটকাতে পারবেনা।

৩:২৭: ঘাসফুল যত কাটবেন তত বাড়বে।

৩:২৬: নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে বাংলার নেতারা বিজেপিতে যোগ দিচ্ছিল। গতকাল উত্তরপ্রদেশের নেতারা এসে তৃণমূলে যোগ দিলেন।

৩:২৫: ওরা বলছে তৃণমূল বাংলাকে বাংলাদেশ বানাতে চায়? নির্বাচনের সময়ে বাংলাদেশে ভোট চাইতে কে গিয়েছিল?

৩:২৪: ১০:০ গোলে হারাতে না পারলে আমি রাজনীতি ছেড়ে দেব।

৩:২৩: একদিকে আমি থাকবো, একদিকে বিজেপি নেতা। যে কোন‌ও সময়, মঞ্চ ঠিক করুন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন সাত বছরে মোদী কি করেছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কার্ড নিয়ে যাব।

৩:২১: বিজেপি হিন্দুধর্মের জন্য কি করেছে?

৩:২০: বহিরাগত আসে যায়, বাংলা নিজের মেয়েকেই চায়।

৩:১৯: যেখানে আপনারা বিজেপিকে জিতিয়েছিলেন ২ তারিখের পর তাদের টিকির দেখা পাওয়া যায়নি। তৃণমূল সবসময় আপনাদের পাশে থেকেছে।

৩:১৮: বিজেপির কোন কর্মী সমর্থকদের এই মহামারীর সময় আপনাদের পাশে পেয়েছেন? আপনার বিপদ-আপদে তৃণমূল কংগ্রেস ছুটে যায়।

৩:১৭: এই নির্বাচনে জয় হবে সমগ্র শান্তিপুরবাসীর। এই রায় ভারতীয় জঞ্জাল পার্টিকে দেশ থেকে তাড়াবে।

৩:১৬: শান্তিপুর এবং দিনহাটায় উপনির্বাচন হচ্ছে কারন আপনাদের রায়কে প্রত্যাখ্যান করে মন্ত্রী, সাংসদ থাকার জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন।

৩:১৫: আগামীদিনে উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রাখতে আপনারা আজ এই সভায় সামিল হয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Shantipur, #tmc, #Nadia, #Bypolls

আরো দেখুন