রাজ্য বিভাগে ফিরে যান

উর্ধ্বমুখী করোনা গ্রাফ, ৩ দিন কার্যত ‘লকডাউন’ সোনারপুর-রাজপুরে

October 26, 2021 | < 1 min read

দক্ষিণ ২৪ পরগনায় লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। বিশেষ করে তালিকার ওপর দিকে রয়েছে সোনারপুর। তাই পরশু থেকে পরপর তিন দিন অর্থাৎ আগামী ২৮, ২৯, ৩০ তারিখে সোনারপুরপুর এলাকায় কার্যত লকডাউন (lockdown) ঘোষণা করল প্রশাসন।

আজ, মঙ্গলবার, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের নির্দেশে হরিণাভীতে রাজপুর-সোনারপুর পুরসভার প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করা হয় প্রশাসনের তরফে। এই বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুমন পোদ্দার, ব্লক স্বাস্থ্য আধিকারিক অনুপ কুমার মিশ্র, এসিএমওএইচ ইন্দ্রনীল মিত্র, সোনারপুর ও নরেন্দ্রপুর থানার আইসি ও পুর-প্রশাসক মণ্ডলীর সদস্য ও বিভিন্ন বাজার কমিটির সদস্যরা।

এই তিন দিন কার্যত লকডাউন ঘোষণা করে মহকুমাশাসক জানান, অত্যাবশকীয় পরিষেবা ছাড়া সমস্ত কিছুই বন্ধ থাকবে এই তিন দিন। মাস্ক ব্যবহার ও কোভিড বিধি পালনেও জোর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#sonarpur, #Lockdown, #Rajpur Sonarpur Municipality

আরো দেখুন