গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি, ছেঁড়া হল তৃণমূলের পোস্টার
মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের আগেই তাঁর পোস্টার, ব্যানারে লাগানো হল কালি। ছিঁড়ে ফেলা হল গোয়ার রাস্তায় লাগানো হোডিং।
আগামী ২৮ অক্টোবর প্রথমবারের জন্য গোয়া যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের আগে গোয়া জুড়ে পোস্টার, হোডিং, ব্যানার লাগানো হয়েছিল। যাতে লেখা ‘গোয়েঞ্চি নাভি সাকাল’, যার বাংলা অনুবাদ গোয়ার জন্য একটি নতুন ভোর। সেই হোডিং, ব্যানারই মঙ্গলবার সকালে জায়গায় জায়গায় ছিঁড়ে পড়ে থাকতে দেখা গেল। রাস্তায় লাগানো এই হোডিং, ব্যানারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো ছিল। যেগুলিতে কালি লাগিয়ে দেওয়া হয়েছে।
এই ঘৃণ্য ঘটনা কে করেছে জানা যায়নি। তবে তৃণমূল কংগ্রেসের এই ঘটনার জন্য দায়ী করেছে গোয়ার বিজেপি সরকারকে। এই ঘটনার পরেই রাজ্যপালের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে গোয়া তৃণমূল কংগ্রেস। প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের দাবির ভিত্তিতে দুর্নীতির অভিযোগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগ চেয়ে গোয়ার রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করল গোয়া তৃণমূল।