কালীপুজোয় বাজি ফাটানো বন্ধের জন্য মামলা দায়ের কলকাতা হাইকোর্টে
কালীপুজোয় সবধরনের বাজি অর্থাৎ শব্দবাজি ও আতশ বাজি ফাটানো বন্ধের জন্য মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।
মামলাকারীদের দাবি দুর্গাপুজোর পর থেকে রাজ্যে এই মুহূর্তে মারাত্মকভাবে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। করোনা সংক্রমণ আক্রান্ত হলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস। আর কালীপুজোয় যথেচ্ছভাবে বাজি পোড়ানো হলে তা করোনা রোগীদের সমস্যার কারণ হতে পারে। দূষিত বাতাসে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। তাই বন্ধ হোক শব্দবাজি ও আতশবাজি পোড়ানো।
মামলাকারীদের দাবি গত বছর দুই হাজার কুড়ি সালের নির্দেশ কার্যকর করুক আদালত। এই মর্মে মামলা করা হয়েছে সেই সঙ্গে আরও দাবি জানানো হয়েছে যাতে বাজি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আদালত কোনও কঠিন পদক্ষেপ করে যাতে লুকিয়ে-চুরিয়ে বাজি প্রবণতা বন্ধ হয়। আগামী ২৯ অক্টোবর কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।