রাজ্য বিভাগে ফিরে যান

আলাপন মামলায় কেন্দ্রের অবস্থান কি? জানতে চাইল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল

October 27, 2021 | < 1 min read

পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের আবেদনের ভিত্তিতে শুনানি হল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)-এর প্রিন্সিপাল বেঞ্চে। এই মামলায় বুধবারের শুনানিতে কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে ক্যাটের বেঞ্চ।

বর্ধিত সময়সীমা পর্যন্ত বাংলার মুখ্যসচিব পদে না থেকে মেয়াদের শেষ দিনে অর্থাৎ ৩১ মে অবসর নিয়েছিলেন আলাপন। তা নিয়ে সঙ্ঘাতের শুরু। এর পরই আলাপনের বিরুদ্ধে তদন্ত শুরু করে কেন্দ্রের কর্মিবর্গ দফতর। ক্যাটে আবেদন করে আলাপন জানান, কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী হিসেবে তাঁর যে সুযোগ সুবিধা পাওয়া কথা, তা তিনি পাচ্ছেন না।

আলাপনের ওই আবেদনে ভিত্তিতেই এ দিন ক্যাটে শুনানি ছিল। তাতে ক্যাটের বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রকে হলফনামা জমা দিতে বলেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#alapan bandyopadhyay, #Central Administrative Tribunal

আরো দেখুন