← কলকাতা বিভাগে ফিরে যান
নির্বাচন কমিশনে সর্বদলীয় বৈঠকে সরব তৃণমূল
আজ কলকাতার নির্বাচন কমিশনে হয়ে গেল সর্বদলীয় বৈঠক। এই বৈঠকে তৃণমূলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন দেবাশীষ কুমার এবং সুব্রত বক্সি। কংগ্রেসের হয়ে উপস্থিত ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়। বিজেপি-র হয়ে ছিলেন অর্জুন সিং, শিশির বাজরিয়া বৈঠকে বামফ্রন্টের পক্ষ থেকে ছিলেন রবীন দেব, প্রদীপ দেব ,পলাশ দাস, গৌতম দাশগুপ্ত।
আজ, বৃহস্পতিবার দুপুর ২টো থেকে এই বৈঠক শুরু হয়। মূলত ভোটার তালিকা সংশোধন এবং করোনা গ্রাফ বৃদ্ধিতে উপনির্বাচন হওয়ায় সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব।
সর্বদলীয় বৈঠকে ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানাল তৃণমূল। বৈঠকের পরই দেবাশীষ কুমার জানালেন, আমরা চাই ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশ করা হোক। আর মানুষ যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে।