বাংলার দূষণ বৃদ্ধির জন্য দায়ী ভিন রাজ্য থেকে আসা ধূলিকণা, গবেষণায় চাঞ্চল্য
বাইরের রাজ্য থেকে আসা বাতাসের ভাসমান ধূলিকণা থেকেই দূষিত হচ্ছে এ রাজ্যের পরিবেশ। ৪০ থেকে ৫০ শতাংশ হারে দূষণ বেড়েছে। বায়ুদূষণ বৃদ্ধির কারণ হিসেবে আইআইটি দিল্লির গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। রাজ্যের সীমান্ত জেলাগুলিতে দূষণ পরিমাপের জন্য বসানো হয়েছে এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন।
শীতকালে বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ আরও বেড়ে যায়। আবহাওয়াজনিত কারণ বাতাসের দূষণকে নিয়ন্ত্রণ করে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, বাতাসের গতি বেশি থাকলে এবং মেঘলা আকাশ দূষণের বৃদ্ধির কারণ। এই মুহূর্তে বাইরের রাজ্য থেকে ভেসে আসা ধূলিকণার জন্য দূষণ রোধ করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বলে জানালেন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র। আইআইটি দিল্লির প্রাথমিক গবেষণা জানাচ্ছে, এ রাজ্যের ৪০ থেকে ৫০ শতাংশ দূষণ বৃদ্ধির জন্য দায়ী বাইরের রাজ্য থেকে ভেসে আসা ভাসমান ধূলিকণা। দূষণ পরিমাপের জন্য এরই মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় ৯৩টি এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন বসিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এছাড়া রাজ্যের সীমানা এলাকার যেমন পুরুলিয়া, বাঁকুড়া সহ একাধিক জেলায় দূষণ পরিমাপের স্টেশন বসানোর পরামর্শ দিয়েছেন আইআইটির গবেষকেরা।