দেশ বিভাগে ফিরে যান

গোয়া তৃণমূল কংগ্রেসের বৈঠকে নতুন সকালের অঙ্গীকার মমতার

October 29, 2021 | 2 min read

মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সূচি অনুযায়ী শুক্রবার সকালে ছিল গোয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক। সেই সূচি মেনেই ডোনা পাওলার ইন্টারন্যাশনাল সেন্টারে বৈঠক করলেন তিনি।

শুক্রবার বৈঠকের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সমাজসেবী, প্রাক্তন অভিনেত্রী নাফিসা আলী এবং মৃণালিনী দেশপ্রভু।

দেখে নিন আজ কী বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

• আমি বহিরাগত নই, আমিও গোয়ার সন্তান।

• মাছ, ফুটবল, লোকসংস্কৃতি – বাংলার সঙ্গে গোয়ার এই তিনটি বিষয়ে খুব মিল। আমার খুব ভাল লাগছে এখানে এসে। ১০ বছর আগে রেলমন্ত্রী থাকার সময়ও একবার এসেছিলাম। এখানকার চলচ্চিত্র উৎসব খুব বিখ্যাত।

• আমি এখানে আসার পর ওরা (বিজেপি) কালো পতাকা দেখিয়েছিল। পালটা আমি ওদের – নমস্তে বলে অভিনন্দন জানিয়েছি। বর্তমান কেন্দ্রে ক্ষমতাসীন দল বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী, কিন্তু ভারতবাসী হিসেবে তিনি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ।

• আমাদের পার্টি বিক্রি হওয়ার নয়। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে তৈরি আমরা। আমরা বিভেদের রাজনীতি করি না। তৃণমূলকে একটা সুযোগ দিন। আমরা গণতন্ত্রে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী।

• এখানকার মৎস্যজীবীরা নানা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

• খুব তাড়াতাড়ি বিজেপিকে ব্ল্যাকলিস্টেড করে দেব। উত্তরপ্রদেশ, ত্রিপুরায় আমাদের যেতে দেওয়া হয় না। কিন্তু এভাবে আটকানো যাবে না। গোয়ায় মুখ্যমন্ত্রী হতে আসিনি, সাইনবোর্ড হতেও আসিনি।

• টিএমসি-র অর্থ টেম্পল, মস্ক, চার্চ।

• তৃণমূলকে একটা সুযোগ দিন, আমরা গণতন্ত্রে, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী

• আমি গণেশ পুজো করি, দুর্গা পুজোও করি। মসজিতেও যাই, চার্চেও যাই। হিন্দু- মুসলিম দুই সম্প্রদায়ই সুরক্ষিত বাংলায়। আমি নিজে হিন্দু। আমার বিজেপির শংসাপত্রের দরকার নেই।

• বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী হলে গোয়ায় কেন হবে না?

• সারা দেশে যখন বেকারত্বের হার বেড়েছে বাংলায় তখন বেকারত্বের হার কমেছে।

• যখন ওরা আমাকে কালো পতাকা দেখায়, আমি ওদের নমস্কার করি।

• গোয়াই গোয়াকে পরিচালনা করবে। কেন্দ্রের দাদাগিরি চলবে না। কথা দিচ্ছি গোয়ার ভাই বোনেরাই আপনাদের হয়ে কাজ করবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Goa, #Goa TMC

আরো দেখুন