গোয়ায় মমতার হাত ধরে তৃণমূলে টেনিস তারকা লিয়েন্ডার পেজ
বছর শেষ হলেই গোয়া বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো সহ একের পর হেভিওয়েট নেতা যোগ দিয়েছেন তৃণমূলে। ‘মমতা ফর্মুলা’-কে কাজে লাগিয়ে সাগর পারের রাজ্য গোয়ায় সরকার প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর তৃণমূল।
বিজেপিকে রুখতে বারংবার ব্যর্থ তাই কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় মোদী-শাহকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে বিজেপিকে দুরমুশ করে তৃণমূলের উত্থান জাতীয় রাজনীতিতে দেখিয়েছে নতুন দিশা। তাই ভারতীয় রাজনীতিতে মানুষের আস্থা রাখতে শুরু করেছে মমতার দলকেই।
তিন দিনের ঠাসা কর্মসূচি নিয়ে আজ গোয়ায় জনসংযোগ করছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। একাধিক বিশিষ্ট ব্যক্তিদের তৃণমূলে যোগদানের পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।
লাইভ আপডেট
১:৩৫: বিজেপি গণতন্ত্রের বিরোধী। ওরা একনায়কতন্ত্রে বিশ্বাস করে। উত্তরপ্রদেশে বিরোধীদের ঢুকতে দেন না।
১:৩৪: লিয়েন্ডার এসেছে। স্পোর্টসেও উন্নতি হবে।
১:৩৩: রান্নার গ্যাস, পেট্রল-ডিজেলের দাম বাড়ছে। মানুষের সংসার কি করে চলবে।
১:৩২: প্রকল্প থাকলেও তা দেখাশোনা করার লোক নেই। পর্যটনে আরও জোর দেওয়া উচিত।
১:৩১: গোয়া সূর্যের মতো উদয় হোক।
১:৩০: বাংলা পথ দেখিয়েছে। এবার গোয়ার পালা। আমরা কোনও পরিবর্তন না আনতে পারলে এখানে কি করছি।
১:২৯: আমরা রাজ্যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। ১৭ লক্ষ ছাত্রীকে কন্যাশ্রী দিচ্ছি। বিনামূল্যে রেশন দিচ্ছি, সাংবাদিকদের জন্য বাংলায় প্রকল্প আছে।
১:২৮: আমার ছোট ভাই লিয়েন্ডার পেজ তৃণমূলে যোগদান করলেন। আশা করছি গোয়ার যুবসমাজ তাতে অনুপ্রেরণা পাবেন।
১:২৭: আমরা নারীর ক্ষমতায়নে বিশ্বাস করি। সংসদে আমাদের ৪১ শতাংশ মহিলা সাংসদ।
১:২৬: আমাদের মনে জোর থাকলে অল্প সময়েও জয় সম্ভব।
১:২৫: বাংলায় দাঙ্গা হতে দিলাম না, গোয়ায় কেন দেব? বিজিপি দাঙ্গা করায়। ওদের কোনও সংস্কৃতি নেই।
১:২৪: গোয়ার গর্ভ তদের সমুদ্র, পর্যটন এবং মৎস্য চাষ। মানুষের তা নিয়ে গর্ব হওয়া উচিত।
১:২৩: নাফিসা আলি যোগ দিয়েছেন দলে। আরও অনেকে যোগ দেবেন।
১:২২: আমরা গোয়ার মানুষদের ভরসা করি। তারাই রাজ্য চালাবে। আমরা সাহায্য করবো।
১:২১: অন্য রাজনৈতিক দল বহুবার নির্বাচনে লড়েছে, এবার আমরা লড়বো।
১:২০: আমরা চাই গোয়া হাসুক।
১:১৯: বাংলায় ৪০% বেকারত্ব কমেছে।
১:১৮: আমরা সাহায্য করব তাদের। সিস্টেম করে দেব একটা। কিন্তু গোয়ার মানুষ গোয়া চালাবেন।
১:১৭: গোয়াকেই গোয়া নেতৃত্ব দিতে দিন। দিল্লি থেকে লাড্ডু এসে গোয়া চালাবে না।
১:১৬: আমরা গোয়াকে ভালবাসি। মানুষের সাথে দেখা করে আমরা তাদের সমস্যার কথা শুনেছি। তাদের জন্য আমরা লড়বো।
১:১৫: গোয়ায় পর্যটনের উন্নতির জন্য কিছু করছে না কেন্দ্র। ওরা শুধু বিধায়ক চুরি করতে পারে।
১:১৪: গোয়া খুব সুন্দর রাজ্য। আজকের দিনে আমরা নতুন সকাল হিসেবে উদযাপন করছি।
১:১৩: আমাদের মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। এই কম সময়ে আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি।
সাংবাদিক বৈঠকে কি বললেন লিয়েন্ডার? দেখে নিন
১:৩৬: ভারতকে আমরা একটা সবল দেশ হিসেবে দেখতে চাই। তার জন্য যা যা প্রয়োজন করবো আমরা।
১:৩৫: আমি গোয়ায় থাকি। বাংলায় জন্মেছি। কিন্তু সবার আগে আমি ভারতীয়।
১:৩৪: আমি ভারতকে প্রকৃতঅর্থে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র হিসাবে দেখতে চাই। তার জন্য যা করার দরকার করব।
১:৩৩: আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন দিদি। আমি কৃতজ্ঞ।
১:৩২: আমি যখন প্রথম টেনিস খেলা শুরু করি তখন আমি ১৪। দিদি তখন দেশের ক্রীড়া মন্ত্রী। উনি আমাদের অনেক সাহায্য করেছেন।