দেশ বিভাগে ফিরে যান

গোয়ার সব রাজনৈতিক দলকে বিজেপির বিরুদ্ধে জোটবদ্ধ হতে হবে: মমতা

October 30, 2021 | 2 min read

বৃহস্পতিবার থেকে তিনদিনের গোয়া সফরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য জাতীয় স্তরে তৃণমূলের সাংগঠনিক শক্তিবৃদ্ধি। শনিবারও তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি। আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন গোয়া ফরওয়ার্ড পার্টির নেতা তথা সে রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী বিজয় সরদেশাই। আজ মমতার হাত ধরে তৃণমূলে যোগদান করেন শিল্পী ফ্রান্সিস দে টুয়েম এবং সমাজকর্মী তারা কেরকার।

গোয়ার ইন্টারন্যাশনাল সেন্টারে আজ সাংবাদিকদের মুখোমুখি হলেন মমতা।

লাইভ আপডেট

১০:৫৪: আমি অন্য দলের বিষয়ে বলতে পারব না। আমার দলের বিষয়ে বলতে পারি আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করব।

১০:৫২: ওরা যা খুশি তাই করছে। কেউ প্রশ্ন তুললে সিবিআই, ইডি-র ভয় দেখাচ্ছে। এভাবে দেশ চালাচ্ছে!

১০:৫১: প্রশান্ত কিশোরের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে।

১০:৪৯: পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাসের দাম এক বছরে বিপুল হারে বেড়েছে। সবকিছুর দাম এত বেড়েছে যে মানুষের খাবার জুটছে না। এটা আচ্ছে দিন না ঝুঠা দিন?

১০:৪৮: গোয়া বেকারত্ব সমস্যায় ভুগছে। মৎস্যজীবী, কৃষক, ট্যাক্সি ড্রাইভাররা সমস্যায় আছেন। আমরা গোয়াকে সেই সমস্যা থেকে বেরোতে সাহায্য করব।

১০:৪৭: বিজেপি ছাড়া অন্য কোন দল দেশে থাকবে না? আমি বাংলায় আসতে ওদের আটকাই না। সব রাজনৈতিক দলের অধিকার আছে।

১০:৪৬: আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিজয় সরদেশাইদের ঠিক করতে দিন উনারা এই লড়াইয়ে আমাদের সাথে সামিল হবেন কিনা?

১০:৪৫: পরিবেশের ঠিকঠাক যত্ন নেওয়া হচ্ছে না। আমার রাজ্যে আমরা পাঁচ কোটি ম্যানগ্রোভ লাগিয়েছি। পরিবেশ ছাড়া আমরা বাঁচতে পারি না। গোয়ার পরিবেশ রক্ষা করাও ভীষন জরুরী।

১০:৪৪: আমি সাধারন মানুষ হয়ে থাকতে ভালোবাসি। আমি এভাবেই থাকতে চাই।

১০:৪৩: আমি বাংলার। আমি গোয়া আসতে পারি না? আমরা ভারতে জন্মেছি। আমরা একে অপরের রাজ্যে আসতেই পারি।

১০:৪২: কংগ্রেস, বিজেপির সাথে লড়তে পারছে না। লড়াই আরও শক্তিশালী হওয়া উচিত।।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #tmc, #Goa, #Press Conference

আরো দেখুন