সুখবর! গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনাজয়ী ৮৮০ জন
গত ২৪ ঘণ্টায় বড় কোনও বদল নেই রাজ্যের কোভিডগ্রাফে। শনিবারের রিপোর্ট অনুযায়ী, বাংলায় একদিনে আক্রান্ত এক হাজার ছুঁইছুঁই। বেড়েছে মৃত্যুও। ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেটও। এই পরিস্থিতিতে প্রশাসনের উদ্বেগ বাড়িয়েছে দুই জেলা-কলকাতা ও উত্তর ২৪ পরগনা।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৮০ জন। যা শুক্রবারের তুলনায় সামান্য কম। সংক্রমণের নিরিখে শীর্ষে কলকাতা (Kolkata)। তিলোত্তমায় একদিনে ২৭২ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে একদিনে আক্রান্ত ১৪৮ জন। তার ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯১ হাজার ৯৯৪ জন।
রাজ্যে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যাও। একদিনে মোট ১৩ জনের প্রাণহানি হয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর খবর মিলেছে উত্তর ২৪ পরগনা থেকে। একদিনে প্রাণ গিয়েছে ৫ জনের। ৪ জনের মৃত্যু হয়েছে কলকাতায়। এখনও পর্যন্ত করোনা প্রাণ কেড়েছে মোট ১৯ হাজার ১২৬ জনের।