রাজ্য বিভাগে ফিরে যান

কারা কারা টিকা পাননি, বাড়ি বাড়ি গিয়ে চলছে খোঁজ

October 31, 2021 | 2 min read

 করোনা টিকাকরণের আওতায় থাকা সত্ত্বেও যাঁরা এখনও টিকা পাননি বা নেননি, তাঁদের খুঁজে বের করার নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্যদপ্তর। এর জন্য বাড়ি বাড়ি কার্যত চিরুনি তল্লাশি চালানোর নির্দেশ দিয়েছে তারা। জেলায় জেলায় প্রথম সারির স্বাস্থ্যকর্মীদের ওই তল্লাশির কাজে নামানোর নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্যদপ্তর নির্দেশিকায় স্পষ্ট জানিয়েছে, রাজ্যের প্রতিটি বাসিন্দাকে করোনা টিকা দেওয়া নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে যাবতীয় প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। এই অনুসন্ধান পর্বেই আরও একবার অসুস্থ, শারীরিক ভাবে অক্ষম বা বিশেষভাবে সক্ষমদের বিষয়ে খোঁজ নিতে বলা হয়েছে। এ সংক্রান্ত নির্দেশ অবশ্য আগেই জারি করা হয়েছিল। 


২৯ অক্টোবর রাজ্যের স্বাস্থ্যসচিব সৌমিত্র মোহন করোনা টিকা বিষয়ক নির্দেশিকাটি জারি করেন। রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে ওই নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, প্রতিটি বাড়িতে টিকাকরণের আওতায় থাকা প্রত্যেক সদস্যের টিকা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখতে হবে। এই কাজের জন্য বাড়ি বাড়ি যেতে হবে। বিশেষভাবে খোঁজ নিতে হবে টিকার প্রথম ডোজের ব্যাপারে। সেই সঙ্গে দ্বিতীয় ডোজ সংশ্লিষ্ট পরিবার পেয়েছে কি না, তাও নথিভুক্ত করতে হবে। দ্রুত ওই কাজ শেষ করে এখনও টিকা না পাওয়া মানুষকে তা দেওয়ার ব্যবস্থা করতে হবে। যাঁরা বাড়ি থেকে বের হতে পারছেন না, এমন অশক্ত বা অসুস্থ ব্যক্তি থেকে শুরু করে বিশেষভাবে সক্ষমদের জন্যও বিশেষ ব্যবস্থা করতে হবে স্থানীয়স্তরে। 


২০২১ সালের ১৬ জানুয়ারি থেকে রাজ্যে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হয়। ২৯ অক্টোবর পর্যন্ত রাজ্যের মানুষকে ৭.৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়েই এই হিসেব। টিকাকরণ পর্ব এক বছরের সময়সীমা ছুঁতে চলেছে। এই অবস্থায় স্বাস্থ্যভবন চাইছে, টিকা পাওয়ার যোগ্য কেউই যেন এর আওতা থেকে বাদ না যায়। সেই কারণে গত সেপ্টেম্বরে স্বাস্থ্যভবন বিশেষভাবে সক্ষম ও প্রায় শয্যাশায়ী এমন মানুষদের সম্পর্কে তথ্য জোগাড় করে টিকা দেওয়ার নির্দেশ দেয়। ইতিমধ্যেই সেই কাজ রাজ্যে বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েতের তত্ত্বাবধানে শুরু হয়েছে। হুগলির উত্তরপাড়া পুরসভার পুরকর্তা দিলীপ যাদব বলেন, সমস্ত বিশেষভাবে সক্ষমকে ভ্যাকসিন দেওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সেই প্রক্রিয়া এখন চলছে। এরপর রাজ্য সরকার বাড়ি বাড়ি গিয়ে টিকা হয়নি, এরকম বাসিন্দাদের চিহ্নিত করার নির্দেশ দিল। একইসঙ্গে এ বিষয়ে জোরালো প্রচার অভিযান চালাতেও স্বাস্থ্যভবন নির্দেশ দিয়েছে।  

TwitterFacebookWhatsAppEmailShare

#vaccine, #Covid Vaccination, #West Bengal

আরো দেখুন