দেশ বিভাগে ফিরে যান

সুপ্রিম কোর্টে জয় বাজি ব্যবসায়ীদের, কালীপুজোয় থাকছে না সব বাজির ওপর নিষেধাজ্ঞা

November 1, 2021 | < 1 min read

বাজি পোড়ানোয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা নিয়ে কলকাতা হাইকোর্টের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। দিনকয়েক আগে শীর্ষ আদালত যে রায় দিয়েছিল, তা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

গত শুক্রবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, বাজির উপর সম্পূর্ণভাবে নিষেধাজ্ঞা চাপানো হচ্ছে না। শুধুমাত্র বেরিয়াম সমৃদ্ধ বাজি নিষিদ্ধ করা হচ্ছে। বিচারপতি এম আর শাহ এবং বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ জানায়, সংবিধানের ২১ নম্বর ধারার আওতায় কারও সুস্বাস্থ্যের অধিকারে হস্তক্ষেপ করা যায় না। প্রবীণ নাগরিক, শিশু-সহ অপরজনের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না কাউকে। তবে শীর্ষ আদালত বলেছে, ‘এটা পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে বাজি ব্যবহারের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা নেই। শুধুমাত্র সেইসব বাজি নিষিদ্ধ করা হচ্ছে (বেরিয়াম সমৃদ্ধ বাজি), যা নাগরিকদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আরও স্পষ্টভাবে প্রবীণ নাগরিক এবং শিশুদের (ক্ষেত্রে ক্ষতিকারক)।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kali Puja 2021, #Diwali 2021, #fire crackers

আরো দেখুন