উপনির্বাচনে জয়ের পর বিজেপিকে টুইট করে খোঁচা অভিষেকের
বাংলার চার আসনের উপনির্বাচনে দুরমুশ হয়েছে বিজেপি। দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত হতেই টুইট করে শোভনদেব চট্টোপাধ্যায়, উদয়ন গুহদের শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই জয়ে বিজেপিকে খোঁচা দিলেন। এক টুইট বার্তায় এই বিষয়ে বিজেপিকে ট্যাগ করে অভিষেক লেখেন, ‘সত্যিকার অর্থে একটি বাজি মুক্ত দীপাবলি। বিজেপির লোকজনদের শুভ দীপাবলির শুভেচ্ছা!’
এর আগে দলীয় প্রার্থীদের জয়ে টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘বিজয়ী চার প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন! এই জয় জনগণের জয়। কারণ এই জয় দেখায় কীভাবে বাংলা সর্বদা অপপ্রচার ও ঘৃণার রাজনীতির পরিবর্তে উন্নয়ন ও ঐক্যকে বেছে নেবে। জনগণের আশীর্বাদে আমরা বাংলাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি!’
এদিন কোচবিহারের দিনহাটা, উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা এবং নদিয়ার শান্তিপুরে ভোট গণনা শুরু হতেই জয়জয়কার শুরু হয় তৃণমূলের। বেলা বাড়তেই ব্যবধান বাড়াতে শুরু করেন তৃণমূল প্রার্থীরা। প্রতিটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস। যেই চার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, তার দুটি বিজেপির জেতা আসন ছিল। তবে সেই দুটি আসনও বিজেপির থেকে ছিনিয়ে নেয় তৃণমূল।
গোসাবা ও দিনহাটায় তৃণমূলের ঝড় বয়ে যায়। দুই আসনেই জয়ের ব্যবধান বিশাল। গোসাবায় প্রায় ১ লক্ষ ৪৩ হাজারের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। অপরদিকে দিনহাটায় ১ লক্ষ ৬৪ হাজারের রেকর্ড ব্যবধানে জিতে ‘বদলা’ নেন উদয়ন গুহ। অপরদিকে খড়দহে শোভনদেব চট্টোপাধ্যায় এবং শান্তিপুরে ব্রজকিশোর গোস্বামীও বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেছেন।