রাজ্য বিভাগে ফিরে যান

চার কেন্দ্রেই বাজিমাত তৃণমূলের, খড়কুটোর মত ভেসে গেল বিজেপি

November 2, 2021 | 4 min read

গত ৩০শে অক্টোবর পশ্চিমবঙ্গের চার কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে উপনির্বাচন। দিনহাটা, শান্তিপুর, গোসাবা এবং খড়দহ কেন্দ্রে শেষ হাসি হাসবে কে? তৃণমূল না বিজেপি? তার উত্তর মিলবে আর কিছুক্ষন পরেই। শুরু হয়েছে ভোট গণনা।

বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার বিধায়ক পদ গ্রহণ না করায় দিনহাটা এবং শান্তিপুরে হল ভোট। অন্যদিকে গোসাবা এবং খড়দহ কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের প্রয়াণের কারণে প্রয়োজন হয় উপনির্বাচনের।

নিজেদের জেতা আসন ধরে রাখতে পারবে বিজেপি? নাকি ছিনিয়ে নেবে তৃণমূল? এই চার কেন্দ্রে নজর রাজ্যবাসীর।

রইল গণনার লাইভ আপডেট:

১৪:২৪: শান্তিপুরে ৬৩,৮৯২ ভোটে জয়ী তৃণমূল

১৪:১২: শান্তিপুরে ১৬ রাউন্ড গণনার শেষে ৫৯,৫৬৭ ভোটে এগিয়ে তৃণমূল

১৩:৫৮: খড়দহে ৯৩,৮৩৮ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়

১৩:৫১: খড়দহে ১৫ রাউন্ড গণনার শেষে ৯২,০০০ ভোটে এগিয়ে তৃণমূল

১৩:৪৩: শান্তিপুরে ১৫ রাউন্ড শেষে ৫৪,৫৮৪ ভোটে এগিয়ে তৃণমূল

১৩:৪২: খড়দহে ১৪ রাউন্ড গণনার শেষে ৮৪,০০০ ভোটে এগিয়ে তৃণমূল

১৩:০৮: খড়দহে ১৩ রাউন্ড গণনার শেষে ৭৭,০০০ ভোটে এগিয়ে তৃণমূল

১৩:০৬: খড়দহে ১২ রাউন্ড গণনার শেষে ৭০,০০০ ভোটে এগিয়ে তৃণমূল

১৩:০৫: শান্তিপুরে ১৩ রাউন্ড গণনার শেষে ৪৫,০৪০ ভোটে এগিয়ে তৃণমূল

১২:২৫: দিনহাটায় প্রায় দেড় লক্ষের বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ

১২:২০: সতেরো রাউন্ডের গণনার শেষে দিনহাটায় প্রায় ১,৪৭,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১২:১৬: ষোলো রাউন্ডের গণনার শেষে দিনহাটায় প্রায় ১,৪০,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১২:০৯: নবম রাউন্ডের গণনার শেষে শান্তিপুরে প্রায় ২৮,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১২:০৬: নবম রাউন্ডের গণনার পর খড়দহ কেন্দ্রে প্রায় ৪৭,০০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী

১২:০৪: দিনহাটা – নিশীথ প্রামাণিকের বুথে হেরে গেল বিজেপি। ৯৫ টি ভোট পেয়েছে বিজেপি। ৩৬০ টি ভোট পেয়েছে তৃণমূল

১২:০৩: দেড় লক্ষর বেশি ভোটের ব্যবধানে গোসাবায় জয়ী হলেন তৃণমূল প্রার্থী সুব্রত মন্ডল

১২:০০: পনেরো রাউন্ডের গণনার শেষে দিনহাটায় প্রায় ১,৩১,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৫৫: অষ্টম রাউন্ডের গণনার পর খড়দহ কেন্দ্রে প্রায় ৩৯,০০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী

:৫০: অষ্টম রাউন্ডের গণনার শেষে শান্তিপুরে প্রায় ২৪,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৫০: চোদ্দ রাউন্ডের গণনার শেষে দিনহাটায় প্রায় ১,২৩,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৪০: পনেরো রাউন্ডের গণনার শেষে গোসাবায় ১,৩৩,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১১:৩৪: সপ্তম রাউন্ডের গণনার শেষে শান্তিপুরে প্রায় ২০,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১১:৩২: সপ্তম রাউন্ডের গণনার পর খড়দহ কেন্দ্রে প্রায় ৩৩,০০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী

১১:৩০: তেরো রাউন্ডের গণনার শেষে দিনহাটায় প্রায় ১,১৩,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১১:২২: চোদ্দ রাউন্ডের গণনার শেষে গোসাবায় ১,২৪,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১১:১৭: ষষ্ঠ রাউন্ডের গণনার পর খড়দহ কেন্দ্রে প্রায় ২৮,০০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী

১১:১৫: বারো রাউন্ডের গণনার শেষে দিনহাটায় ১০১,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১১:১৩: ষষ্ঠ রাউন্ড গণনার শেষে শান্তিপুরে প্রায় ১৯,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১১:১০: তেরো রাউন্ডের গণনার শেষে গোসাবায় ১,১,৭০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১১:০৫: ষষ্ঠ রাউন্ড গণনার শেষে খড়দহে প্রায় ২৮,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১১:০৩: পঞ্চম রাউন্ড গণনার শেষে শান্তিপুরে প্রায় ১৬,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১১:০২: দ্বাদশ রাউন্ডের গণনার শেষে গোসাবায় ১,০৭,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

১১:০০: একাদশ রাউন্ডের গণনার শেষে দিনহাটায় ৯১,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৫৩: পঞ্চম রাউন্ডের গণনার পর খড়দহ কেন্দ্রে প্রায় ২৩,০০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী

:৫০: একাদশ রাউন্ডের গণনার শেষে গোসাবায় ৯৮,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৪৭: দশম রাউন্ডের গণনার শেষে দিনহাটায় ৮১,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৪৫: চতুর্থ রাউন্ড গণনার শেষে শান্তিপুরে ১২,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৪৩: চতুর্থ রাউন্ডের গণনার পর খড়দহ কেন্দ্রে ১৮,০০০ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী

:৪০: দশম রাউন্ডের গণনার শেষে গোসাবায় ৯০,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৩২: নবম রাউন্ডের গণনার শেষে দিনহাটায় ৭১,৬০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৩০: নবম রাউন্ডের গণনার পর গোসাবায় ৮২,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:২৫: অষ্টম রাউন্ডের গণনার শেষে দিনহাটায় ৬৩,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:২৩: অষ্টম রাউন্ডের গণনার পর গোসাবায় ৭৭,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:১৯: সপ্তম রাউন্ডের গণনার পর গোসাবায় ৬৮,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:১৮: তৃতীয় রাউন্ডের গণনার পর খড়দহ কেন্দ্রে ১২,৮২৫ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী

:১৭: সপ্তম রাউন্ডের গণনার শেষে দিনহাটায় ৫৪,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:১৫: তৃতীয় রাউন্ড গণনার শেষে শান্তিপুরে ৯,০০০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:০২: দ্বিতীয় রাউন্ড গণনার শেষে শান্তিপুরে ৬৯৯৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৫৬: পঞ্চম রাউন্ডের গণনার পর গোসাবায় ৫১,৭৭৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৫০: দ্বিতীয় রাউন্ডের গণনার পর খড়দহ কেন্দ্রে ৯৬৫৪ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী

:৪৭: ষষ্ঠ রাউন্ডের গণনার শেষে দিনহাটায় ৪৬,৯২৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৪৫: চতুর্থ রাউন্ডের গণনার পর গোসাবায় ৪২,৫৬৬ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৩৮: পঞ্চম রাউন্ডের গণনার শেষে দিনহাটায় ৩৮,১১২ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:৩৫: দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে খড়দায় ৫,৬৮২ ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়

:৩০: শান্তিপুরে ৬৩৩৫ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী

:২১: দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে গোসাবায় ২০,৪৭৫ ভোটে এগিয়ে তৃণমূল

:১৯: চতুর্থ রাউন্ডের গণনার শেষে দিনহাটায় ২৯,৪৫৮ ভোটে এগিয়ে তৃণমূল

:১০: তৃতীয় রাউন্ডের গণনার শেষে দিনহাটায় ২১,৪৭৩ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী

:০৫: শান্তিপুরে বেনজিরভাবে বন্ধ ভোটগণনার প্রক্রিয়া। কেন গণনা প্রক্রিয়া আটকে রয়েছে, মিলছে না উত্তর।

:৫৩: দ্বিতীয় রাউন্ডের গণনার পর দিনহাটা কেন্দ্রে ১৪,৬০০ ভোটে এগিয়ে তৃণমূল

:৫১: প্রথম রাউন্ডের গণনার পর খড়দহে ১,২০০ ভোটে এগিয়ে শোভনদেব চট্টোপাধ্যায়

৮:৪৬: প্রথম রাউন্ডের গণনার পর গোসাবায় ৯,১০০ ভোটে এগিয়ে তৃণমূল

৮:৪০: শান্তিপুরে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামী

৮:৩৫: প্রথম রাউন্ডের গণনার পর দিনহাটা কেন্দ্রে ৭৬০০ ভোটে এগিয়ে তৃণমূল

৮:৩০: খড়দহে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়

৮:২৬: দিনহাটায় পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ

৮:২৫: গোসাবায় পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল

৮:২০: দিনহাটা ও গোসাবায় পোস্টাল ব্যালটের গণনা শুরু হয়েছে

৮:০৫: দিনহাটা কেন্দ্রে ১৯ রাউন্ড গণনা, গোসাবায় ১৬ রাউন্ড গণনা, শান্তিপুরে ১৭ রাউন্ড গণনা এবং খড়দায় ১৬ রাউন্ড গণনা হবে

৮:০০: শুরু হল চার কেন্দ্রের ভোটগণনা। সব গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal Assembly By Election 2021, #dinhata, #Gosaba, #Khardaha, #Santipur

আরো দেখুন