উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

দলীয় বৈঠকে উত্তপ্ত বাদানুবাদ, শিলিগুড়িতে ফের বেআব্রু বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব

November 2, 2021 | 2 min read

এবার দলের মধ্যেই নেতাদের একাংশের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে চরম অস্বস্তিতে পড়ল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা নেতৃত্ব। এই অভিযোগে রবিবার যুব মোর্চার বিজয়া সম্মিলনী অনুষ্ঠান ও জেলা কমিটির সাংগঠনিক বৈঠক সদস্যদের মধ্যে উত্তপ্ত বাদানুবাদে পরিস্থিতি জটিল হয়ে ওঠে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আর দলের মধ্যে এ ধরনের অসুস্থ আবহাওয়া তৈরি হওয়ায় বিজেপির সঙ্গ ত্যাগ করার কথা ভাবছেন জেলা সহ সভাপতি ডাঃ বিশ্বজিৎ ঘোষ।

যদিও এ বিষয়টি জেলা নেতৃত্ব প্রকাশ্যে আনতে চাইছে না। তবে পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং এতে বিজেপির অস্তিত্ব সঙ্কট চরমে উঠেছে তা অস্বীকার করেননি বিজেপির জেলা কমিটির একাধিক শীর্ষ নেতা। জেলা কমিটির সহ সভাপতি ডাঃ বিশ্বজিৎ ঘোষ বলেন, শিলিগুড়িতে যেভাবে বিজেপি চলছে, তাতে দল করার উৎসাহ হারিয়ে ফেলছি। দলের মধ্যেই নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগে পরিস্থিতি অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। এ ধরনের অভিযোগে জেলা কমিটিও নীরব হয়ে আছে। তাই ভাবতে বাধ্য হচ্ছি, আর বিজেপি করব কিনা। কেননা যে নীতি-আদর্শ নিয়ে বিজেপি চলে তা এখন অনেকের মধ্যেই দেখা যাচ্ছে না। অথচ তারাই সর্বেসর্বা হয়ে উঠেছে।

জেলা কমিটির আরএক সহ সভাপতি অখিল বিশ্বাস বলেন, জেলা নেতৃত্বকে বারবার বলেও সক্রিয় করা যাচ্ছে না। বিধানসভা নির্বাচনের পর থেকে জেলা কমিটি আশ্চর্যজনকভাবে নীরব হয়ে রয়েছে। আন্দোলনে থাকার মতো একাধিক ইস্যু হাতে আসার পরও তা নিয়ে দল আন্দোলনের নামেনি। তাই রবিবারের বৈঠক আমি সরাসরি বলেছি, জনমুখী আন্দোলনের মধ্য দিয়ে দলকে লড়াইয়ে থাকতে হবে। পুরনো যে কর্মীরা বসে গিয়েছেন, তাঁদের সক্রিয় করে নেতৃত্বে আনতে হবে।

বিজেপির এক জেলা নেতা বলেন, জয়দীপ নন্দী তৃণমূল কংগ্রেস থেকে এসেছিলেন। তিনি আবার তৃণমূলের ফিরে গিয়েছেন। কিন্তু তাঁর বিজেপিতে আসা ও জেলা কমিটির পদাধিকারী হওয়ার ক্ষেত্রে যে নিয়োগপত্র দেওয়া হয়েছিল, তাতে কিন্তু জেলা সভাপতির সই ছিল না। অফিস সেক্রেটারি তাঁর নিয়োগপত্রে সই করেছিলেন। এরকম আরও অনেকবিষয় নিয়ে রবিবার উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।

যদিও বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার আহ্বায়ক আনন্দময় বর্মন বলেন, এ ধরনের কোনও ঘটনাই ঘটেনি। দলকে শক্তিশালী করার জন্য প্রত্যেকটি সদস্য তাঁদের সুচিন্তিত মতামত ও অভিজ্ঞতার কথা বৈঠকে জানিয়েছেন। যাঁরা দল ছেড়ে যাচ্ছেন তাঁরা বিভিন্ন দল থেকে এসেছিলেন। তাই তাঁরা চলে গেলে দলের কোনও ক্ষতি হবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #siliguri

আরো দেখুন