উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

দীপাবলিতে পাহাড়ে নামতে চলেছে পর্যটকদের ঢল, খুশির হাওয়া উত্তরে

November 2, 2021 | 2 min read

দীপাবলিতে পাহাড়ে পর্যটকদের ঢল নামতে চলেছে। সরকারি ও বেসরকারি হোটেল ও লজের বুকিংয়ের পরিসংখ্যান দেখে এমনটাই আশা করছে বিভিন্ন ট্যুর অপারেটার সংস্থাগুলি। এ নিয়ে তাদের মুখে হাসি ফুটেছে। তাদের বক্তব্য, ইতিমধ্যে পাহাড়ে হোটেল ও লজের ৯৫ শতাংশ রুম বুকিং হয়ে গিয়েছে। দীর্ঘ চার বছর পর এই মরশুমে পাহাড়মুখী পর্যটকরা। এই ধারা বজায় থাকলে কিছুটা হলেও এই শিল্প ফের ঘুরে দাঁড়াবে। ট্যুরিজম ডেভলপমেন্ট কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর কৌশিক ভট্টাচার্য জানান, দার্জিলিং ও কালিম্পং সহ পাহাড়ে পর্যটকদের ভিড় বাড়ছে। পর্যটকদের সহায়তায় প্রশাসন সতর্ক।

কোভিড সংক্রমণের গ্রাফ কিছুটা নামার পরই পাহাড়মুখী হন পর্যটকরা। এবার দুর্গাপুজোয় দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে পর্যটকের ভিড় ছিল নজরকাড়া। এরপর লক্ষ্মীপুজোর দিন প্রাকৃতিক দুর্যোগের জেরে দুশ্চিন্তায় পড়েন পর্যটকরা। তাঁদের অনেকে সফর শেষ না করেই পাহাড় ছেড়ে নেমে আসেন। আবার অনেকে পাহাড়ে না গিয়ে ডুয়ার্স ও সমতলের বিভিন্ন এলাকা ভ্রমণ করেন। প্রাকৃতিক দুর্যোগের মেঘ কাটতেই পাহাড়ের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। পাহাড়গামী ১০ এবং ৫৫ নম্বর জাতীয় সড়কও অনেকটাই স্বাভাবিক। এই অবস্থায় ফের পাহাড়মুখী পর্যটকরা। তাই লক্ষ্মীলাভের আশায় পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা রীতিমতো উচ্ছ্বসিত।

শিলিগুড়ির এক ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, প্রায় চার বছর আগে পাহাড়ে বন্‌ধ, আন্দোলনের জেরে পর্যটন ব্যবসা মার খেয়েছিল। ওই ঘটনার পর পাহাড়ে পর্যটকরা কম আসছিলেন। তারপর কোভিডের থাবায় পর্যটন ব্যবসা আরও মুখ থুবড়ে পড়ে। এবার অবশ্য পুজোয় পাহাড়ে পর্যটকদের ঢল ছিল। দীপাবলিতেও দার্জিলিং, কালিম্পং ও সিকিমে পর্যটকদের ঢল নামবে বলে আশা করছি। ইতিমধ্যে হোটেল ও লজের প্রায় ৯৫ শতাংশ রুম ২ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বুকিং রয়েছে। আরএক ট্যুর অপারেটর সন্দীপন ঘোষ বলেন, এবার পুজোয় পাহাড়ে হোটেলের রুম বুকিং ছিল প্রায় ৯০ শতাংশ। এখন পর্যটকদের গতিবিধি দেখে মনে হচ্ছে, এবার দীপাবলিতে পাহাড়ে দুর্গাপুজোর ভিড়কেও ছাপিয়ে যেতে পারে। রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্যের পর্যটকরাও আসছেন। আরএক ট্যুর অপারেটর মনোরঞ্জন পোদ্দার বলেন, পাহাড়ে পর্যটকরা রয়েছেন। কয়েকদিনের মধ্যে এই ভিড় আরও বাড়বে। তাঁরা বলেন, দীর্ঘদিন পর পর্যটন ব্যবসায় এমন অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। এতে কিছুটা হলেও ব্যবসা ঘুরবে।

এদিকে, প্রিপেইড ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবি ফের উঠতে শুরু করেছে। ট্যুর অপারেটরদের একাংশ বলেন, বাগডোগরা বিমানবন্দর, জংশন ও এনজেপি স্টেশন থেকে পর্যটকদের সুবিধার্থে বেশকিছু প্রিপেইড ট্যাক্সি চলে। ২০০৮ সালের পর সেসব যানবাহনের ভাড়া বাড়েনি। মাঝে কয়েকবার প্রশাসন তাদের ভাড়া বাড়ানোর উদ্যোগ নিলেও তা সফল হয়নি। তাই প্রিপেইড গাড়ির চালকরা আবার ভাড়া বাড়ানোর দাবি তুলছেন। শীঘ্রই এই সমস্যা মেটানো জরুরি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Diwali 2021, #tourists

আরো দেখুন