মমতা-অভিষেককে কটাক্ষ, বিপ্লবের ওএসডিকে পাল্টা আক্রমণ তৃণমূলের
রবিবার আগরতলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার পর আরও উজ্জীবিত তৃণমূল। ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে জোড়াফুল শিবিরের নেতৃত্ব। সোমবার পুরভোটে প্রার্থী বাছাই নিয়ে নেতৃত্ব বৈঠক করেন। সাংসদ সুস্মিতা দেব বলেছেন, আগরতলা পুরনিগম নির্বাচনের ৫১টি আসনেই তৃণমূল প্রার্থী দেবে। অন্যদিকে আমবাসা, তেলিয়ামুড়া, খোয়াই, কৈলাশশহর মিউনিসিপ্যল কাউন্সিল নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব শুরু হয়ে গিয়েছে বলে তৃণমূল নেতা আশিস লাল সিং। আগরতলা পুরনিগম ছাড়াও ভোট হচ্ছে ১৩টি পুরসভা ও ৬টি নগর পঞ্চায়েতে। সবকটিতে তৃণমূল চাইছে, বেশি সংখ্যক আসনে প্রার্থী দিতে। মনোনয়নপত্র দাখিল হয়ে গেলে পুরভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা নিয়েছে জোড়াফুল শিবির।
তবে রবিবারের জনসভা থেকে অভিষেক চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে। তিনি জানিয়েছেন, বিপ্লববাবু আপনার মনস্কামনা পূর্ণ করব। বিবেকানন্দর ময়দানে ডিসেম্বর মাসে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যে বক্তব্যকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবে ওএসডি সঞ্জয় মিশ্রা। তিনি অভিষেককে ‘আওরঙ্গজেব’ বলে কটাক্ষ করেছেন। বাংলার মুখ্যমন্ত্রীও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। পাল্টা প্রতিক্রিয়া দিতে দেরি করেনি তৃণমূল। সোশ্যাল মিডিয়ায় জোড়াফুলের পক্ষ থেকে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী ওএসডির দায়িত্ব দেশের জন্য কাজ করা। কিন্তু অপর একজন মুখ্যমন্ত্রীর প্রতি তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, তা অত্যন্ত নিন্দনীয়।