দেশ বিভাগে ফিরে যান

ওয়াংখেড়ের বিরুদ্ধে সুর চড়িয়ে আরও নতুন অভিযোগ মালিকের

November 3, 2021 | 2 min read

শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তারের পর থেকে শিরোনামে মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে আক্রমণ আরও একবার তীব্র করলেন তিনি। এবার তাঁর অভিযোগ, ওয়াংখেড়ে যে জামা পরেন তার প্রতিটির দাম প্রায় ৭০ হাজার টাকা। শুধু তাই নয়, এনসিবি কর্তার এক একটি ট্রাউজারের দাম হল এক লক্ষ টাকা এবং তিনি যে ঘড়ি পরেন তার দামও প্রায় ২৫ থেকে ৫০ লক্ষ টাকা। জুতোর দাম প্রায় দু’লক্ষ টাকা। একইসঙ্গে তাঁর প্রশ্ন, একজন ন্যায়পরায়ণ অফিসার কীভাবে এত দামি জামা-কাপড় পরতে পারেন? মালিকের অভিযোগ, ‘তিনি (ওয়াংখেড়ে) ভুলভাবে মানুষকে কাঠগড়ায় তুলে ‘তোলাবাজি’ করেছেন। এনসিবি কর্তার হয়ে কাজগুলি করার জন্য একটি ব্যক্তিগত বাহিনী ছিল। মানুষকে ভুয়ো মামলায় জড়ানোই ছিল তাঁদের কাজ।’ মালিকের প্রশ্ন, নবি মুম্বইয়ের জেনপিটিতে তিনটি ড্রাম ভর্তি মাদক ছিল। সেগুলি নিয়ে রাজস্ব দপ্তর কোনও ব্যবস্থা নেয়নি কেন?

সোমবার মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের স্ত্রী অম্রুতার বিরুদ্ধে মাদক মাফিয়াদের সঙ্গে যোগাযোগের অভিযোগ এনেছিলেন মালিক। ড্রাগ পাচারকারীর সঙ্গে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেতা দেবেন্দ্রর ফড়নবিশের স্ত্রী অম্রুতার ছবি শেয়ার করেছিলেন তিনি। যদিও ফড়নবিশ তাঁর এবং স্ত্রীর বিরুদ্ধে আনা নবাব মালিকের সমস্ত অভিযোগ খারিজ করে দেন। তিনি পাল্টা অভিযোগ করেন, ‘নবাব মালিকের সঙ্গে আপরাধ জগতের যোগ রয়েছে। তার কাছে প্রমাণও রয়েছে। দীপাবলির পর এনিয়ে ‘বিস্ফোরণ’ ঘটাবেন। ’ এ প্রসঙ্গে মালিক বলেন, ফড়নবিশ পাঁচ বছর মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর উচিত ছিল আমার বিরুদ্ধে তদন্ত করা। এদিন মহারাষ্ট্রের মন্ত্রীকে একহাত নিয়েছেন সমীর ওয়াংখেড়ের বোন ইয়াসমিন ওয়াংখেড়ে। তাঁর সঙ্গে এক মাদক ব্যবসায়ীর হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করে টুইট করেন নবাব মালিক। তিনি প্রশ্ন তোলেন, এগুলি কি ঠিক? আইনিভাবে বৈধ? মালিকের শেয়ার করা স্ক্রিন শটে দেখা যাচ্ছে, ‘ওই ব্যক্তি ইয়াসমিনকে তাঁর ঠিকানা পাঠাতে বলেছেন। ইয়াসমিনও নিজের ঠিকানা পাঠিয়েছেন তাঁকে।’ ইয়াসমিন অবশ্য অভিযোগ ভিত্তিহীন বলে জানান। তিনি বলেন, কোনও প্রমাণ ছাড়াই তাঁর এবং পরিবারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। তবে এদিন মালিকের বিরুদ্ধে তোপ দাগেন মহারাষ্ট্রে বিজেপি বিধায়ক প্রবীণ দারেকার। তিনি দাবি করেন, একটি মাদক মামলায় জামাই গ্রেপ্তার হওয়ায় হতাশ হয়ে পড়েছেন নবাব মালিক। তাঁর কথায়, ‘এনসিবি কর্তা ওয়াংখেড়ের বিরুদ্ধে এমন সব অভিযোগ আনা হচ্ছে, যেগুলি খুবই ব্যক্তিগত। এমনকী তাঁর জাত নিয়েও আক্রমণ করা হচ্ছে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Sameer Wankhede, #Nawab Malik

আরো দেখুন