দেশ বিভাগে ফিরে যান

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলিকে কম দামে কাঁচামাল সরবরাহ করতে উদ্যোগ

November 3, 2021 | < 1 min read

এদেশের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলি যাতে কম দামে কাঁচামাল কিনতে পারে, তার জন্য উদ্যোগ নিচ্ছে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা এনএসআইসি। তারা এই বিষয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি করছে, ঩যখানে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত কম দামে কাঁচামাল কেনা যাবে। মঙ্গলবার মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন এনএসআইসির প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার অবিনাশ চৌধুরী। বণিকসভাটির এমএসএমই কাউন্সিলের চেয়ারম্যান ঋষভ কোঠারি বলেন, করোনার কারণে এমনিতেই ছোট শিল্প সংস্থাগুলি মূলধনের অভাবে ভুগছে। তার উপর কাঁচামালের দাম বৃদ্ধি তাদের আরও সঙ্কটে ঠেলে দিয়েছে। রপ্তানিরও বাজারেও মার খাচ্ছে এই সংস্থাগুলি। 

তারই জবাবে অবিনাশবাবু বলেন, তাঁরা চলতি আর্থিক বছরে এমন আটটি সংস্থার সঙ্গে চুক্তি করেছেন, যেখান থেকে কাঁচামাল কিনলে বাজারের থেকে দামে কম পড়বে। সিমেন্ট, পলিমার, প্লাইউড, লোহা ও ইস্পাত, বিটুমেন, তামা, দস্তার মতো কাঁচামালে ওই সুবিধা পাওয়া যাবে। এনএসআইসি তাদের ওয়েবসাইটেও সেই সুযোগ দিয়ে রেখেছে, যেখান থেকে সরাসরি কাঁচামাল কিনতে পারবে ছোট সংস্থাগুলি। তার জন্য যদি ঋণের প্রয়োজন হয়, তাহলে তারও ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন এখানকার কর্তারা। কম দামে কাঁচামাল সরবরাহকারীর সংখ্যা যাতে আরও বাড়ানো যায়, সেই চেষ্টাই করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#NSIC, #enterprises

আরো দেখুন