দেশ বিভাগে ফিরে যান

জনতার ক্ষোভের কাছে নতিস্বীকার, পেট্রপণ্যে কর কমাল মোদী সরকার

November 3, 2021 | < 1 min read

দীপাবলির আগেই সুখবর। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে কমতে চলেছে পেট্রল-ডিজেলের দাম। বুধবার দুই পেট্রোপণ্যের উপর বিরাট অঙ্কের শুল্ক কমাল কেন্দ্র। নতুন দাম এদিন মধ্যরাত থেকেই কার্যকর হবে।

পেট্রলের উৎপাদন ক্ষেত্রে ৫ টাকা এবং ডিজেলের উৎপাদনের উপর ১০ টাকা শুল্ক কমাল কেন্দ্র সরকার। যার জেরে উৎসবের মরশুমে একধাক্কায় অনেকটা দাম কমতে চলেছে পেট্রোপণ্যের। 

অক্টোবর মাসভর বেড়েছে পেট্রলের দাম। চলতি বছরে প্রায় ৩৩ টাকা বেড়েছে পেট্রলের দাম। পাল্লা দিয়েছে ডিজেলের দামও। লাফিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দামও। সবমিলিয়ে জ্বালানির জ্বালায় জ্বলছিল জনতা। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ক্রমাগত প্রতিবাদ চলছিল দেশজুড়ে। সরব হয়েছিল বিরোধী দলগুলি।

বিস্তারিত আসছে

TwitterFacebookWhatsAppEmailShare

#diesel, #petrol, #Reduced price, #Narendra Modi

আরো দেখুন