উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

রাজ্যের সেরা পঞ্চায়েত সমিতির শিরোপা পেল জলপাইগুড়ির রাজগঞ্জ

November 3, 2021 | 2 min read

রাজ্যের মধ্যে সেরা পঞ্চায়েত সমিতি হিসেবে বিবেচিত হল জলপাইগুড়ির রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি। গ্রাম পঞ্চায়েতগুলিতে উন্নয়নমূলক পরিকল্পনা সফলভাবে রূপায়ণের নিরিখে, স্বনির্ভর হয়ে ওঠার বিচারে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে জেলার পঞ্চায়েত সমিতিটি। মঙ্গলবার এ কথা জানান জেলার গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক বনমালী রায়।

বনমালীবাবু বলেন, মূলত মিনিস্ট্রি অব পঞ্চায়েতি রাজের পক্ষ থেকে স্বাধীনতার ৭৫ বছরকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে ত্রিস্তরীয় পঞ্চায়েতের কাজের উপর বিশ্লেষণ করা হয়েছিল। যেখানে বিশ্লেষণ করা হয়েছিল নিজস্ব ফান্ড থেকে কীভাবে এলাকার উন্নয়ন করে সাফল্য মিলেছে, গ্রামবাসীদের কর্মসংস্থান হয়েছে, নাগরিক সমস্যার সমাধান সুষ্ঠভাবে হয়েছে। সেই নিরিখে পারফরম্যান্স বিচার করেই রাজ্যে সেরা হয়েছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতি। সম্প্রতি গোটা দেশের তথা রাজ্যের উন্নয়নমূলক কাজের নিরিখে এগিয়ে থাকা মোট ৭৫টি পঞ্চায়েত সমিতির তালিকা সংগ্রহ করে মিনিস্ট্রি অব পঞ্চায়েতি রাজ। ওই ৭৫টির মধ্যে রয়েছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতিটিও। কীভাবে পঞ্চায়েত সমিতিগুলি কাজ করছে, সেই ব্যাপারে বিস্তারিত তথ্যও সংগ্রহ করে মন্ত্রক। সম্প্রতি এ ব্যাপারে ভার্চুয়াল মাধ্যমে পঞ্চায়েত সমিতির কার্যকলাপের ব্যাপারে প্রেজেন্টেশনও দেওয়া হয়। এরপরই জানা গিয়েছে রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সেরা হওয়ার কথা। জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মধ্যে জেলার এই পঞ্চায়েত সমিতি ছাড়াও পশ্চিম মেদিনীপুরের দাসপুর-২, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম-১ পঞ্চায়েত সমিতির উন্নয়নমূলক কাজের বিশ্লেষণ হয়েছে। তাতেই জেলার রাজগঞ্জ পঞ্চায়েত সমিতিটি অন্যগুলিকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছে। মঙ্গলবার পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা রায় বলেন, আমাদের সমিতির নিজস্ব ফান্ড কালেকশন রয়েছে, তার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত সমিতির অধীনে থাকা ১২টি পঞ্চায়েত এলাকায় রাস্তা, পথবাতি, কালভার্ট, পানীয় জলের ব্যবস্থা, কর্মসংস্থান ইত্যাদি উন্নয়নমূলক কাজ আমাদের ভালোভাবেই সম্পন্ন হচ্ছে। যার কারণে ২০১৯ সালেও আমরা উল্লেখযোগ্য স্থান অধিকার করেছিলাম।

এ ব্যাপারে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপ বলেন, রাজ্যে লোকসভা, বিধানসভা সহ বিভিন্ন ভোটের সময় কেন্দ্রের শাসক দলের নেতারা অভিযোগ তোলেন, পঞ্চায়েত এলাকায় ঠিকমতো কাজ করেন না নির্বাচিত প্রতিনিধিরা। সেইজন্য বিভিন্ন পঞ্চায়েতে উন্নয়ন থমকে থাকে। পরিষেবা পাওয়ার ক্ষেত্রে মানুষকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়। কিন্তু, কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মিনিস্ট্রি অব পঞ্চায়েতি রাজই রাজ্যের এই পঞ্চায়েত সমিতিকে সেরা হিসেবে বিবেচিত করেছে। তাঁরাও অনুভব করছে কীভাবে রাজ্যের পঞ্চায়েত সমিতিগুলি কাজ করে চলেছে। মানুষের নিত্যদিনের বিভিন্ন পরিষেবামূলক সমস্যার সমাধান করে। এরআগেও রাজ্যের বেশকিছু গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিরর কাজের প্রশংসা পেয়েছে কেন্দ্রের তরফে, পুরস্কৃতও হয়েছে। এটাই আমাদের পাওনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #jalpaiguri, #Rajganj Panchayat Samiti

আরো দেখুন