রাজ্য বিভাগে ফিরে যান

বিদ্যাসাগরের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সমাজ সংস্কারের কাজ করছে রাজ্য: বিমান

November 3, 2021 | 2 min read

সম্মান নিয়ে মানুষের বেঁচে থাকার জন্য সমাজ ব্যবস্থার আমূল সংস্কারের চেষ্টা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেশের সংবিধান মানুষের এই অধিকারকে স্বীকৃতি দিলেও তার বাস্তবায়নের জন্য তেমন কোনও বন্দোবস্ত করেনি। বিদ্যাসাগরের সেই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে বর্তমান রাজ্য সরকার সমাজ সংস্কারের লক্ষ্যে বাজেটের মাধ্যমে বেশ কিছু উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। মঙ্গলবার এই মর্মেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভূয়সী প্রশংসা করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পূর্তি উপলক্ষে তাঁর অবদানকে সম্মান জানানোর জন্য এদিন বিধানসভার অধিবেশনে একটি বিশেষ প্রস্তাব আনে সরকার পক্ষ। সরকারের তরফে প্রস্তাবটি পেশ করেন পরিষদীয়মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই আলোচনার শেষে নিজের বক্তব্য পেশ করতে গিয়ে বিমানবাবু ওই মনোভাব ব্যক্ত করেন। বিরোধীহীন অধিবেশনে পার্থবাবুর জবাবি ভাষণ ছাড়া তৃণমূলের দুই বিধায়ক বিপ্লব রায়চৌধুরী ও অদিতি মুন্সি এই প্রস্তাবের উপর বক্তব্য রাখেন। বিধবাবিবাহ ও নারীশিক্ষার প্রসার-সহ বিভিন্ন বিষয়ে সমাজ সংস্কারের কাজে কীভাবে বিদ্যাসাগর তাঁর কীর্তি স্থাপন করে গিয়েছেন তার কথা তুলে ধরেন দুই বিধায়কই।

তবে প্রস্তাবক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে এই ইস্যুতেও নাম না করে বিরোধী বিজেপিকে খোঁচা দিতে ছাড়েননি পার্থবাবু। প্রত্যাশিতভাবেই তিনি টেনে আনেন গত লোকসভা ভোটের সময় কলকাতার বুকে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ। অমিত শাহের প্রচার মিছিল চলাকালীন গেরুয়া বাহিনীর কিছু দুষ্কৃতীর তাণ্ডবে বিদ্যাসাগর কলেজ হস্টেলে রাখা ওই মূর্তিটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পার্থবাবু বলেন, আজ যারা কেন্দ্রের সরকারে বসে রয়েছে, তাদের কতিপয় গুন্ডা বিদ্যাসাগরের মুণ্ডচ্ছেদ করেছিল। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দ্রুততার সঙ্গে রাজ্য সরকার সেই মূর্তি আবার পুনঃপ্রতিষ্ঠা করেছে। তবে কেবল এটাই নয়, এই মহান মনীষীকে প্রকৃত সম্মান দিতে রাজ্য সরকার বিশেষ কমিটি গঠন থেকে শুরু করে বর্ষব্যাপী নানা ধরনের কর্মসূচি পালন করেছে। আকাদেমি তৈরি করে বিদ্যাসাগরের ব্যবহৃত সামগ্রী সংরক্ষণের ব্যবস্থা করেছে। তাঁর বীরসিংহ গ্রামের জন্মস্থান ও কলকাতার বাড়ি দুটিও সংস্কার করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Biman Banerjee

আরো দেখুন