খেলা বিভাগে ফিরে যান

ওডিআই অধিনায়কত্ব হারাতে পারেন বিরাট

November 3, 2021 | < 1 min read

টি-২০ বিশ্বকাপে বিরাট কোহলিদের হতাশাজনক পারফরম্যান্সে মুখ পুড়েছে বিসিসিআইয়ের। তার প্রভাব পড়তে পারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-২০সিরিজের দল নির্বাচনে। এমনিতেই কোহলি জানিয়ে দিয়েছেন, বিশ্বকাপের পর তিনি আর টি-২০ ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেবেন না। জল যে দিকে গড়াচ্ছে, তাতে রোহিত শর্মা নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে না’ও খেলতে পারেন হিটম্যান। তিনি বিশ্রাম চেয়েছেন। তা মঞ্জুর হলে কিউয়িদের বিরুদ্ধে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। দিন কয়েকের মধ্যে জাতীয় নির্বাচকমণ্ডলীর সদস্যদের সঙ্গে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও সচিব জয় শাহ ভার্চুয়াল মিটিং করবেন। সেখানে বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে চুলচেরা বিশ্লেষণ হতে পারে। টি-২০’র দায়িত্ব ছাড়লেও কোহলি কিন্তু একদিনের ফরম্যাটে অধিনায়ক আছেন। মরুদেশে মেগা টুর্নামেন্টে ভারতীয় দলের হতশ্রী পারফরম্যান্সের পর তাঁর উপর আর আস্থা রাখতে পারছেন না বোর্ড কর্তারা।শোনা যাচ্ছে, একদিনের অধিনায়কের দায়িত্ব থেকে বিরাটকে সরিয়ে দেওয়া হতে পারে। যদিও সেই সিদ্ধান্ত আসন্ন মিটিংয়ে নেওয়া হবে কিনা তা বলা কঠিন। কারণ, আপাতত ভারতীয় দলের কোনও দ্বিপাক্ষিক একদিনের সিরিজ নেই। তাই সৌরভরা হয়তো ধীরে চলো নীতি নিতে পারেন। তবে বোর্ড কর্তাদের একাংশ চাইছে, এখন থেকেই সীমিত ওভারের ক্রিকেটে (ওডিআই এবং টি-২০) রোহিতকেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হোক। যাতে আগামী বছর কুড়ির বিশ্বকাপ এবং ২০২৩ সালে ৫০-৫০ বিশ্বকাপের প্রস্তুতিতে কোনও খামতি না থাকে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দলে সুযোগ পেতে পারেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়, তরুণ পেসার আভেশ খানের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা। বাদ পড়তে পারেন হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার। কলকাতা নাইট রাইডার্সের বাঁহাতি ওপেনার বেঙ্কটেশ আয়ারের নামও আলোচনায় রয়েছে। জম্মু ও কাশ্মীরের উঠতি পেসার উমরান মালিক স্কোয়াডে থাকতে পারেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#T20 cricket, #Virat Kohli, #ODI

আরো দেখুন