খেলা বিভাগে ফিরে যান

জল্পনার অবসান, টিম ইন্ডিয়ার প্রধান কোচ দ্রাবিড়ই

November 4, 2021 | 2 min read

জল্পনার অবসান। প্রত্যাশামতোই টিম ইন্ডিয়ার প্রধান কোচের পদে নিযুক্ত হলেন রাহুল দ্রাবিড়। বুধবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এক বিবৃতিতে এই খবর জানিয়েছে। আমিরশাহিতে চলতি টি-২০ বিশ্বকাপের পরেই শেষ হচ্ছে রবি শাস্ত্রীর মেয়াদ। শাস্ত্রীর স্থলাভিষিক্ত হচ্ছেন দ্রাবিড়। ১৭ নভেম্বর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ দিয়ে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু হবে দ্রাবিড়ের।


বোর্ডের ক্রিকেট উপদেষ্টা কমিটি বা ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি এদিন সর্বসম্মতভাবে প্রধান কোচ হিসেবে দ্রাবিড়কে বেছে নিয়েছে। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বিবৃতিতে জানান, ‘পুরুষদের সিনিয়র দলের প্রধান কোচ হিসেবে দ্রাবিড়কে স্বাগত জানাচ্ছে বিসিসিআই। ওর ক্রিকেটজীবন বর্ণময়। দ্রাবিড় ক্রিকেটের অন্যতম গ্রেট। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হিসেবেও ভারতীয় ক্রিকেটের সেবা করেছে ও। সেখানে তরুণ প্রতিভাদের উন্নতিতেও দারুণ ছাপ রেখেছে। আশা করছি, ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দেবে দ্রাবিড়।’


আর দ্রাবিড়ের প্রতিক্রিয়া, ‘এটা আমার কাছে বিশাল সম্মানের। কাজ শুরুর অপেক্ষায় রয়েছি। শাস্ত্রীর সময়ে ভারতীয় দল খুব ভালো খেলেছে। আশা করছি, সেই পথে এগিয়ে নিয়ে যেতে পারব দলকে।’ এর আগে ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের কোচ ছিলেন দ্রাবিড়। ভারতীয় ‘এ’ দলের সঙ্গেও ২০১৯ সাল পর্যন্ত যুক্ত ছিলেন তিনি। তারপর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্ব নেন। ‘দ্য ওয়াল’ বলেছেন, ‘অনূর্ধ্ব পর্যায়ে যাদের সঙ্গে কাজ করেছি, তাদের অনেকেই এখন জাতীয় দলে। জানি, ওরা প্রতিদিন উন্নতির চেষ্টা করে। সেই নিষ্ঠা ওদের রয়েছে। পরের দুই বছরে বেশ কিছু ইভেন্ট রয়েছে। সেদিকে তাকিয়ে রয়েছি।’


প্রসঙ্গত, সদ্য টি-২০ বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে লজ্জার পরাজয়ের পর ক্রিকেটারদের সঙ্গে তোপের মুখে পড়েছে বোর্ডও। প্রশ্ন উঠেছে বিশ্বকাপের আগে আইপিএলের আয়োজন নিয়ে। ক্রিকেট মহলের একাংশের ধারণা, এই আবহ থেকে নজর সরাতেই বিশ্বকাপ চলাকালীনই দ্রাবিড়কে প্রধান কোচ নিয়োগের সিদ্ধান্ত ঘোষণা করল বোর্ড। পরের বছরেই অস্ট্রেলিয়ায় রয়েছে কুড়ি ওভারের বিশ্বকাপ। ২০২৩ সালে ভারতে বসছে ওয়ান ডে বিশ্বকাপের আসর। এই দুই বিশ্বকাপে দ্রাবিড়ের কোচিংয়ে ভারত সাফল্য পায় কিনা, সেদিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Cricket, #Rahul Dravid, #coach

আরো দেখুন