রাজ্য বিভাগে ফিরে যান

কালীপুজোর রাতে পারদ নামার আভাস আবহাওয়া দপ্তরের

November 4, 2021 | 2 min read

মেঘলা আকাশ, পাতলা কুয়াশার চাদরে মোড়া ভোর বাংলায়। শীতের আমেজের শিরশিরে ভাব নিয়ে আয়েশী বাঙালির কালীপুজো কাটবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের । আরও নামবে রাতের তাপমাত্রা। শীতের আমেজ বাড়ছে বাংলায়। হাওয়ায় শুষ্ক টান। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, কালীপুজো-ভাইফোঁটা তো বটেই, এই সপ্তাহে আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। হাওয়ায় ঠান্ডা আমেজ জানান দিচ্ছে শীত বুড়ো আগমনে আর বেশি দেরি নেই। ক্রিজে নামার আগেই এবছর শীতের ঝোড়ো ব্যাটিংয়ের সম্ভাবনা দেখছে আবহাওয়া দপ্তর ।

শীতের পদধ্বনি

বর্ষা বিদায়ের পর রাজ্যে প্রবেশ করছে এবার উত্তুরে হাওয়া। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবছর বর্ষা যেমন দীর্ঘস্থায়ী হয়েছিল, তেমনই এবার বেশ জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। গত কয়েক বছরের তুলনায়, এবছর একটু বেশীই শীত পড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সপ্তাহান্তে আরও কমবে রাতের তাপমাত্রা।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

সকালে শীতের আমেজ। বেলা বাড়লেই নিরুদ্দেশ হেমন্তের ঠান্ডা আমেজ । তবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কিছু জেলায় কুড়ির নীচে নামল তাপমাত্রা। দক্ষিণের বেশিরভাগ জেলাতেই রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে থাকায় বাড়বে শীতের আমেজ। পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ বেশি অনুভূত হবে। পুরুলিয়ার তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে তাপমাত্রা নামল ১৭.৬ ডিগ্রী সেলসিয়াসে। পানাগড় ১৮.৫ ডিগ্রী সেলসিয়াস। বাঁকুড়ায় তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে তাপমাত্রা নামল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বারাকপুর ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমান ১৯ ডিগ্রী সেলসিয়াস। কৃষ্ণনগর ১৮ ডিগ্রী সেলসিয়াস।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
কালীপুজোর আগেই কলকাতাতেও স্বাভাবিকের নীচে রাতের তাপমাত্রা। দীপাবলির রাতে আরও নামবে পারদ বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। বাকি বাংলার মতো সকালে ঠান্ডা আমেজে দিন শুরু কলকাতাবাসীর। রাত পেরিয়ে ভোরেও বইছে শিরশিরানি হাওয়া। বেলা বাড়তেই ফের গলদঘর্ম দশা। আবহাওয়া অফিস জানাচ্ছে, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। যা এসময়ের স্বাভাবিক তাপমাত্রা । গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের নীচে, ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশ। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
পাহাড়েও নয়ের নীচে নামল তাপমাত্রা। ইতিমধ্যেই দার্জিলিংয়ের তাপমাত্রা নেমেছে আট ডিগ্রির কাছাকাছি। দার্জিলিঙে রাতের তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রী। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং এর তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের আমেজ কিছুটা বাড়বে সঙ্গে সকালের দিকে কুয়াশার দাপটও বাড়বে। কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদার আবহাওয়া থাকবে আরামদায়ক। আগামী পাঁচদিন উত্তরেও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।

সারা ভারতের আবহাওয়া

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ কোমোরিন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পূর্ব আরব সাগরের দিকে যাবে। আগামী ৪৮ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোবে। শক্তিশালী নিম্নচাপ রূপে অবস্থান করতে পারে। এছাড়াও দুটি অক্ষরেখা রয়েছে তামিলনাড়ু ও কর্ণাটক উপকূলে। রাজস্থান পাঞ্জাবের উপর রয়েছে ঘূর্ণাবর্ত । উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে নতুন করে ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা। নিম্নচাপ ও উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি তামিলনাড়ু সহ দক্ষিণ ভারতে বৃষ্টির পূর্বাভাস। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ২ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তামিলনাডু, পন্ডিচেরি ও করাইকাল এলাকায়। শুক্রবার অন্ধ্রপ্রদেশ এবং রায়ালাসিমাতে ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা। পয়লা নভেম্বর থেকে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে দেশে। যার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজফ্ফরাবাদ এবং হিমাচল প্রদেশে নভেম্বরের প্রথম সপ্তাহে তুষারপাতের সম্ভাবনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Winter, #Weather Update, #Kalipujo

আরো দেখুন