← কলকাতা বিভাগে ফিরে যান
প্রিয় সুব্রতর কপালে হাত বুলিয়ে শেষ বিদায় জানালেন মুনমুন সেন
অনেক দিনের বন্ধু। এক সঙ্গে কাজ করেছেন রাজনীতিতে, আবার অভিনয় জগতেও। শুক্রবার সকালে তাঁকে দেখা গেল বন্ধু সুব্রত মুখোপাধ্যায়ের মরদেহের পাশে দাঁড়িয়ে তাঁর কপালে হাত বুলিয়ে দিতে। সে ভাবেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন মুনমুন। তার পর হাত জোড় করলেন।
শুক্রবার সকাল ১০টা থেকে রবীন্দ্র সদনে শায়িত ছিল সুব্রতর দেহ। সেখানেই একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব এসে শ্রদ্ধা জানিয়েছেন। মুনমুন সেখানে এলেন দুপুর ১টার কিছু আগে। পরণে সরু পাড় সাদা শাড়ি। সাদা ব্লাউজ। হাতে সাদা ফুলের তোড়া। সুব্রতকে শেষ বিদায় জানিয়ে মুনমুন এক পাশে এসে দাঁড়ালেন। তার পরই হাত রাখলেন সুব্রতর কপালে।