রাজ্য বিভাগে ফিরে যান

দলের প্রতি অভিমান, বিজেপি ছাড়ছেন আরেক তারকা নেতা

November 6, 2021 | < 1 min read

বেসুরে বাজছিলেন অনেকদিনই। এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে বিজেপি (BJP) ছাড়ার সিদ্ধান্তের কথা জানালেন বিজেপির  জাতীয় কর্মসমিতির সদস্য তথা বঙ্গ বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্য়ায় (Joy Banerjee)।  ২ বছর ধরে দলের গুরুত্বপূর্ণ পদে থেকেও সেভাবে কাজের সুযোগ পাননি। এই মর্মে মোদীকে লেখা চিঠিতে আগাগোড়া নিজের ‘অভিমান’ প্রকাশ করেছেন জয়। জানিয়েছেন, খুব শিগগিরই বিজেপি ছাড়বেন। তার আগে এই সিদ্ধান্তের কথা তিনি জানালেন মোদীকে। 

শনিবার নরেন্দ্র মোদীকে (Narendra Modi) দীপাবলির শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত একটি চিঠি লিখেছেন জয় বন্দ্যোপাধ্যায়।  প্রতি ছত্রে ছত্রে অভিমানের কথা। কীভাবে ২০১৭ সাল থেকে তিনি বিজেপির সঙ্গে যুক্ত থেকে, জাতীয় কর্মসমিতির সদস্য হওয়ার পরও সেভাবে দায়িত্বের সঙ্গে কাজ করতে পারেননি, অসুস্থ হওয়ার পর দলের তরফে কোনও সাহায্য পাননি – এসব অভিযোগই তিনি লিখেছেন চিঠিতে। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #bjp, #politics, #joy banerjee

আরো দেখুন