রাজ্য বিভাগে ফিরে যান

দিলীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গ টেনে তথাগতকে আক্রমণ কুণালের

November 6, 2021 | 2 min read

তথাগত-কুণালের টুইট যুদ্ধে সরগরম সোশ্যাল মিডিয়া। টুইটে বিজেপি নেতা তথাগত রায়ের আক্রমণের নিশানায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে কদর্য ভাষার আক্রমণের পর চুপ থাকেননি কুণাল ঘোষও। পাল্টা জবাবে ফিরিয়ে দিয়েছেন সমমানের আক্রমণ। দিলীপ ঘোষের মন্তব্যের রেশ ধরে তথাগত রায়কে টুইটে বেনজির আক্রমণ কুণাল ঘোষ।

তথাগত রায়ের বাছাই করা ভাষা ও চোখা শ্লেষের সঙ্গে পরিচিত টুইটার। এদিন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে উদ্দেশ্য করে একটি টুইট করেন বিজেপি নেতা। তাতে কুণাল ট্যাগ করে অতীতের সারদা কেসের প্রসঙ্গ তুলে তীব্র কটাক্ষ করেন তথাগত। এই আক্রমণের জবাবে বিস্ফোরক কুণাল ঘোষও। কড়া ভাষায় টুইটেই প্রবীণ বর্ষীয়ান নেতাকে জবাব দেন তৃণমূল নেতা। দিলীপ ঘোষের মন্তব্যের প্রসঙ্গ টেনে কুণাল ঘোষ লেখেন,’রাজ্যপাল পদ শেষ হলে বাংলায় নেতা হতে এসেছিলেন তথাগত। দিলীপ ঘোষ ঢুকতে দেননি। দিলীপবাবু তো নিজে তবু বিধায়ক, সাংসদ হয়েছেন।…’ এখানেই শেষ নয়, কুণালের মতে, না পাওয়ার অবসাদ থেকেই এমন টুইট করছেন তথাগত।

তবে সারদা মামলার প্রসঙ্গ উত্থাপন করায় তিনি লেখেন, ‘আপনার অমিত শাহ জেলে যাননি? নারদা, সারদার অভিযুক্তরা গ্রেফতারি এড়াতে বিজেপিতে বসে আছে।’ ‘ভাঁড়সম্রাট’ বলেও প্রবীণ বর্ষীয়ান নেতাকে আক্রমণ করেন কুণাল ঘোষ। বলেন, ‘গেঞ্জি, জাঙ্গিয়া, টুইট ছাড়া সঙ্গে এক পিস লোক নেই। বিজেপিতেও ওকে কেউ মানে না। দিলীপদা ওকে ঘাড় ধরে তাড়াচ্ছে। ভেসে থাকতে টুইটের বন্যা বইয়ে দেয়। নিজে কোনোদিন জেতেনি। দলকে জেতানোর মুরোদ নেই। অতৃপ্ত আত্মা।’

বিরোধীরা ছাড়াও একুশের নির্বাচনে BJP-এর ভরাডুবির পর প্রতিনিয়ত দলের বর্তমান শীর্ষ নেতৃত্বের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে টুইট করেন প্রবীণ বিজেপি নেতা। কখনও বিধানসভা নির্বাচনে নবাগতদের টিকিট দেওয়া আবার কখনও কন্যাশ্রী প্রকল্পের বানান বিভ্রাট, এই প্রাক্তন বিজেপি নেতার ‘আক্রমনাত্মক’ টুইট-পোস্ট হইচই ফেলেছে গোটা রাজ্য রাজনীতিতে। এতদিন পর্যন্ত এই নিয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি দিলীপ ঘোষকে। কিন্তু, এদিন তথাগত রায়কে নিয়ে প্রশ্ন উঠতেই দিলীপ ঘোষের গলায় শ্লেষের সুর। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি বলেন, ‘ঠিক আছে, কতদিন আর লজ্জা পাবেন। দল ছেড়ে দিন। যাঁরা দলের জন্য কিছুই করেননি, যাঁদের দল সবথেকে বেশি দিয়েছে, তাঁরাই সব থেকে বেশি দলের ক্ষতি করেন। আমাদের দুর্ভাগ্য এটা।’ সেই মন্তব্যের পরই রাজ্য রাজনীতিতে শোরগোল। দিলীপ ঘোষের মন্তব্য টেনে এনেই তথাগতকে আক্রমণ কুণালের।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #tathagata roy, #Kunal Ghosh, #bjp

আরো দেখুন