প্রযুক্তি বিভাগে ফিরে যান

৯ই নভেম্বরের মধ্যে এই কাজ না করলে লগ ইন হবে না Gmail এ

November 6, 2021 | < 1 min read

আগামী ৯ নভেম্বর মধ্যে Two factor Authentication ( দ্বি-পদক্ষেপ যাচাইকরণ) প্রক্রিয়া বাধ্যতামূলক করবে Google। তাই সেই দিনের মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে Google অ্যাকাউন্ট ব্যবহারকারীদের।

এর আগেই, চলতি বছর মে মাসে গুগল এ বিষয়ে জানিয়েছিল। অ্যাকাউন্টে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যোগ করাই মূল উদ্দেশ্য।

টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (Two-factor authentication) কী? এই সাইবার সুরক্ষা নীতিতে কোনও ব্যবহারকারী লগ ইনের সময়ে কড়া যাচাই করা হয়। 

শুধু আইডি আর পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টে যে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্দিষ্ট ব্যবহারকারীই লগ ইন করছেন কিনা তা যাচাই করতে দিতে হবে আরও কোনও প্রমাণ ।

সাধারণত ব্যবহারকারীর রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি পাঠানো হয় লগ ইনের সময়ে। সেই ওটিপি দিলে তবেই লগ ইন সম্পূর্ণ হবে। ফলে, হ্যাকাররা ব্যবহারকারীর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলেও কোনও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Gmail, #two factor authentication, #Google

আরো দেখুন