← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যের সামাজিক প্রকল্পে কেন বন্ধ কেন্দ্রীয় অনুদান, বিজেপির ভ্যাট কমানোর দাবির পাল্টা মমতার
পেট্রল ও ডিজেলের উপর থেকে রাজ্যে ভ্যাট কমানো হচ্ছে না। বিজেপির আন্দোলনের হুঁশিয়ারির মধ্যে তা কার্যত স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার বিশ্ব বাংলা শারদসম্মান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মমতা দাবি করেন, রাজ্যে প্রচুর সামাজিক প্রকল্প আছে। সিলিকন ভ্যালি ২.০ তৈরি হচ্ছে। ‘প্রবলেম শুধু একটাই। এত বেশি পেট্রল, ডিজেলে, গ্যাসের দাম বাড়ছে। মানুষের টাকাপয়সা এমনভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে।’ সঙ্গে বলেন, ‘তারপর চার লাখ কোটি টাকা তুলেছে শুধুমাত্র গ্যাস, পেট্রল এবং ডিজেল থেকে। আজকে ডিজেল না থাকলে জিনিসপত্রের দাম তো বাড়বেই। কৃষকরা চাষ করবেন কোথা থেকে? ডিজেল দিয়ে তো চাষ করবে। নিজেদের রাজ্যে ক্ষমতায় আছে। আর হাজার-হাজার কোটি টাকা দিচ্ছে। আমাদের তো দেয় না। আমাদের টিকাই দেয় না। আমাদের যত স্কিম আছে, বিশ্বের কোথাও আছে?’