ফের মনীষীদের নিয়ে বিতর্কিত মন্তব্য দিলীপ ঘোষের
দলীয় কোন্দলের জবাব দিতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসকেই ‘অশিক্ষিত’ বলে ফেললেন বিজেপির অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। একে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সম্প্রতি বিজেপি নেতা তথাগত রায়ের এক টুইটের পরিপ্রেক্ষিতে দিলীপবাবু পাল্টা জানিয়েছিলেন, তথাগতবাবুর যদি লজ্জা লাগে, তাহলে তিনি স্বচ্ছন্দে বিজেপি ত্যাগ করতে পারেন।
তারই জবাবে রবিবার সকালে ফের টুইট করে তথাগতবাবু লেখেন, ‘গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম। সকলকে আশ্বস্ত করছি এই বলে যে, আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না। আমি আপাতত সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্তকথাই ফাঁস করতে পারতাম। কিন্তু এখনই তা হচ্ছে না।’
এ ব্যাপারে প্রথমে দিলীপবাবু বলেন, ‘বিজেপিতে এই মুহূর্তে ব্যক্তিগত ইগোর কোনও জায়গা নেই। বিজেপির জমি তৈরি করতে গিয়ে প্রচুর মানুষ লড়াই করছেন। এখন নিজের পছন্দ-অপছন্দ নিয়ে কথা বললে তাঁদের সেই লড়াইকেই অপমান করা হয়।’
দিলীপবাবুকে প্রশ্ন করা হয় যে, এর আগে একপ্রকার তাঁকেই অশিক্ষিত বলে কটাক্ষ করেছেন তথাগতবাবু। এর জবাবেই বিতর্কিত মন্তব্যটি করে বসেন দিলীপবাবু। তিনি বলেন, ‘ভারতে কে কতটা শিক্ষিত, কিংবা কার কত ডিগ্রি আছে, সেটা সবথেকে বড় কথা নয়। প্রধানমন্ত্রী মোদীজিকেও অনেক নোবেল বিজেতা এটা করুন, সেটা করুন বলেছিলেন। রামকৃষ্ণদেব তো সবথেকে বড় অশিক্ষিত। অথচ তাঁর বাণী সর্বত্র প্রচার হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরও ক্লাস এইটের গণ্ডি পেরননি। এটিই ভারতের সংস্কৃতি।’