নভেম্বরের গোড়াতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নামতে শুরু করেছে পারদ
উত্তুরে হাওয়া সক্রিয় হতেই নভেম্বরের গোড়াতেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নামতে শুরু করেছে পারদ। একই পরিস্থিতি উত্তরবঙ্গেও। সব জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথাও কোথাও তা ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরও খানিকটা কমে ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরের শুরুতে দক্ষিণবঙ্গে সাধারণত এত নীচে নামে না তাপমাত্রা। তবে আগামী বৃহস্পতিবার থেকে পারদ ফের বাড়বে। মহানগরে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির উপরেও চলে যেতে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছেন, বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, তার প্রভাবে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। আর মেঘ থাকলে তাপমাত্রা বাড়বেই। উপকূলের জেলাগুলিতে কোথাও কোথাও হাল্কা বৃষ্টিও হতে পারে।
ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আজ মঙ্গলবার এটি নিম্নচাপে পরিণত হবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। এই নিম্নচাপের অভিমুখ থাকবে উত্তর তামিলনাড়ু উপকূলে। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢুকবে। আর সেকারণেই বাধাপ্রাপ্ত হবে উত্তুরে হাওয়া। দিন কয়েক বাদে অবশ্য মেঘ কেটে গেলে উত্তুরে হাওয়া ফের সক্রিয় হবে। নভেম্বরে মাসে তাপমাত্রার এমন ওঠানামা হয়ে থাকে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছেন। তাঁদের মতে, কলকাতা ও সংলগ্ন এলাকায় জাঁকিয়ে শীত আসতে ঢের দেরি। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে চলে এলে মোটামুটি শীত পড়েছে বলে ধরা হয়। কলকাতায় সেই পরিস্থিতি তৈরি হয় ডিসেম্বরের মাঝামাঝি সময়ে।
কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা কমলেও সর্বোচ্চ তাপমাত্রা এখনও ৩০ ডিগ্রির উপরে রয়েছে। এদিন কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, নভেম্বরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে চলে আসার ঘটনা গত ১০ বছরে একাধিকবার হয়েছে। তবে তা হয়েছে নভেম্বরের শেষ দিকে। ১৮৮৩ সালের ২২ নভেম্বর কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি।এই মুহূর্তে