রাজ্য বিভাগে ফিরে যান

চকের উপর ৩৭৫টি ভাস্কর্য বানিয়ে ইন্টারন্যাশনাল বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম বাগনানের সুরজিৎ অধিকারীর

November 10, 2021 | < 1 min read

রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, রাজ্যপাল থেকে মুখ্যমন্ত্রী, শিল্পী-সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী থেকে খেলোয়াড়– দেড় সেন্টিমিটারের এক একটি চকের উপর ৩৫২টি ভাস্কর্য বানিয়ে ইতিমধ্যে ইন্ডিয়া বুক অব রেকর্ডস-এ নাম তুলেছিলেন বাগনানের মাসিয়াড়া গ্রামের যুবক সুরজিৎ অধিকারী। এবার চকের উপর ৩৭৫টি ভাস্কর্য বানিয়ে ইন্টারন্যাশনাল বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিলেন তিনি। ইতিমধ্যে সংস্থার তরফে বিশ্বভারতীর কলাভবনের ছাত্র সুরজিৎ-এর কাছে মেডেল, সার্টিফিকেট সহ বিভিন্ন উপহার এসে পৌঁছেছে। এক বছরে পরপর দু’টি স্বীকৃতি মেলায় খুশি সুরজিৎ-এর পরিবার।

অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে সুরজিৎ। বাবা অমল অধিকারী পেশায় রাজমিস্ত্রির জোগাড়ে। ছবি আঁকার পাশাপাশি লকডাউনের সময় নতুন কিছু করার তাগিদ থেকে চকের উপর ভাস্কর্য তৈরির পরিকল্পনা করেন। সেই মতো দু’মাস পরিশ্রম করে ৩৫২টি ভাস্কর্য বানিয়ে গত এপ্রিল মাসে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে জায়গা করে নেন তিনি। পরে আবার দুই মাস ধরে ৩৭৫টি ভাস্কর্য বানিয়ে এবার ইন্টারন্যাশনাল বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিলেন সুরজিৎ। তিনি জানান, গত ৩০ এপ্রিল চকের উপর ৩৭৫টি শিল্পকর্ম ইন্টারন্যাশনাল বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠাই। এরপর গত ৫ নভেম্বর সংস্থার তরফে তাঁর হাতের কাজকে স্বীকৃতি দেওয়া হয়। তাদের পাঠানো উপহারও বাড়িতে এসে পৌঁছয়। তবে এখানেই থেমে থাকতে চান না সুরজিৎ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম তোলার জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান।

TwitterFacebookWhatsAppEmailShare

#international book of records, #Surojit Adhikari, #Chalk, #Sculpture

আরো দেখুন