← তথ্য যাচাই বিভাগে ফিরে যান
ত্রিপুরায় সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে মিছিল করছে কেরলের মুসলিম সম্প্রদায়? জানুন আসল ঘটনা
দাবি
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটি মূলত মুসলিম সম্প্রদায়ের একটি মিছিলের ভিডিও। পোস্টে দাবি করা হয়, ত্রিপুরায় সংখ্যালঘুদের ওপর হওয়া হামলার প্রতিবাদে মিছিল করছে কেরলের মুসলিম সম্প্রদায়।
সত্যতা
ভিডিওটি কেরলের মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদ মিছিলের হলেও, তার সঙ্গে পুজোর পরে ঘটা সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনার কোন সম্পর্ক নেই। ভিডিওটি ২০২০ সালের জানুয়ারি মাসের। আর মিছিলটি ছিল সিএএ এবং এনআরসির প্রতিবাদে। ভিডিওর শ্লোগানে ‘সিএএ প্রত্যাহার কর’, এনআরসি ‘প্রত্যাহার কর’ শ্লোগানও দিতে শোনা যাচ্ছে।
এমনকি সেই সময় একাধিক ইনস্টাগ্রাম হ্যান্ডেলেও ভিডিওটি পোস্ট করা হয়েছিল।
সুতরাং ভিডিওটি আসল হলেও ত্রিপুরার ঘটনার প্রতিবাদে মুসলিমদের প্রতিবাদ মিছিল দাবিটি সম্পূর্ণ ভুয়ো।