রাজ্য বিভাগে ফিরে যান

ফের নিম্নচাপ বাংলায়, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

November 10, 2021 | 2 min read

ফের নিম্নচাপের ভ্রুকুটি পশ্চিমবঙ্গে। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস। তার জেরে শীতের আমেজ কমতে পারে রাজ্যে। কারণ দক্ষিণ বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে। যার জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী ২ দিন আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

ফের নিম্নচাপের ভ্রুকুটি

দক্ষিণ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে তামিলনাড়ুতে চলছে প্রবল বর্ষণ। সেখানে আগামী ৫ দিন প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। তার প্রভাব বাংলাতেও পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপটি তামিলনাড়ুর দিকে সরে গেলেও প্রচুর পরিমানে পূবালি হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। যার জেরে তাপমাত্রা ফের বাড়বে। শীতের আমেজে ধাক্কা খাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৫ দিন তামিলনাড়ুর একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। চেন্নাই সহ একাধিক জায়গা ভাসছে। জারি করা হয়েছে লাল সতর্কতা। বৃহস্পতিবার পর্যন্ত তামিলনাড়ুর একাধিক জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণ বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে নিম্নচাপ। যার জেরে তামিলনাড়ুতে চলছে প্রবল বর্ষণ। সেখানে আগামী ৫ দিন প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। তার প্রভাব বাংলাতেও পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। নিম্নচাপটি তামিলনাড়ুর দিকে সরে গেলেও প্রচুর পরিমানে পূবালি হাওয়া ঢুকতে শুরু করবে রাজ্যে। যার জেরে তাপমাত্রা ফের বাড়বে। শীতের আমেজে ধাক্কা খাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া

কলকাতায় শীতের আমেজ পড়েছে কালীপুজোর সময় থেকেই। জেলা গুলির তাপমাত্রা আরও কমেছে। সকালের দিকে আকাশে কুয়াশা দেখা যাচ্ছে জেলাগুলিতে। আগামী কয়েকদিন সকালের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভোরের দিকে এবং রাতে তাপমাত্রা কমলেও দিনে উষ্ণতা থাকবে। তবে আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা সামান্য বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। উপকূলবর্তী জেলা গুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপের কারণেই এই বৃষ্টি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গে বৃষ্টি হবে না

এবার উত্তর বঙ্গের তাপমাত্রা একটু তাড়াতাড়ি কমতে শুরু করেছে। আগামী কয়েকদিন আরও নামবে তাপমাত্রা। উত্তুরে হাওয়ার কারণে তাপমাত্রার এই পারদ পতন বলে জানিয়েছে হাওয়া অফিস। রাতের দিকে বেশি শীত অনুভূত হূবে। দিনের বেলায় মনোরম হবে আবহাওয়া। ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে বলে সতর্ক করা হয়েছে। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পংয়ের তাপমাত্রা কমবে বলে জানা গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#heavy rainfall forecast, #West Bengal, #Weather forecast

আরো দেখুন