শীঘ্রই ছাড়পত্র পেতে চলেছে ভারতে তৈরি ‘অ্যান্টি-কোভিড পিল’ মলনুপিরাভির
করোনা নিয়ে দুশ্চিন্তার মধ্যেই ভারতীয়দের পক্ষে সুখবর! শীঘ্রই ছাড়পত্র পেতে চলেছে ভারতে তৈরি ‘অ্যান্টি-কোভিড পিল’ মলনুপিরাভির। মার্ক কোম্পানির তৈরি মলনুপিরাভির ট্যাবলেটটি ব্যবহার করা যাবে সামান্য থেকে মাঝারি মানের সংক্রমণের ক্ষেত্রে। কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর চেয়ারম্যান ডাঃ রাম বিশ্বকর্মা জানিয়েছেন, দিন কয়েকের মধ্যেই এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ছাড়পত্র মিলবে। তবে ফাইজারের তৈরি প্যাক্সলোভিডের ছাড়পত্র পেতে আরও কিছুদিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, আপৎকালীন পরিস্থিতিতে এই ক্যাপসুল ব্যবহারের জন্য অনুমতি পেলে করোনার বিরুদ্ধে লড়াই আরও সহজ হবে। জানা গিয়েছে মার্ক সংস্থা ইতিমধ্যেই বাণিজ্যিকভাবে মলনুপিরাভির উৎপাদনের জন্য ভারতের পাঁচটি সংস্থার (সিপলা, ডঃ রেড্ডি, এমকিওর ফার্মা, হেটেরো ল্যাব ও সান ফার্মা) সঙ্গে যোগাযোগ করেছে। এই ওষুধ প্রয়োগে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি এবং মৃত্যুর সংখ্যা অনেক কমে যাবে বলে মনে করেছেন তিনি। ভ্যাকসিনের পাশাপাশি ট্যাবলেটের ব্যবহারে করোনা নির্মূলের প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। প্রাথমিকভাবে এই ট্যাবলেট ব্যবহার করে চিকিৎসার জন্য খরচ পড়বে তিন থেকে চার হাজার টাকা। ট্যাবলেটের সরবরাহ বাড়লে এই খরচ অনেকটাই কমে যাবে। ডাঃ রাম বিশ্বকর্মা জানিয়েছেন, সরকার হয়তো বিপুল পরিমাণে এই ট্যাবলেট একসঙ্গে কিনে তা প্রয়োজনমতো সরবরাহ করবে। তাতে ব্যবহারকারীদের পক্ষে খরচ কম পড়বে।
এদিকে, দেশে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজের পক্ষে সওয়াল করেছেন ভারতে কোভ্যাকসিনের নির্মাতা ভারত বায়োটেক। সংস্থার সিএমডি কৃষ্ণ এল্লা জানিয়েছেন, দ্বিতীয় ডোজ নেওয়ার ছ’মাস পর বুস্টার ডোজ নিলে তা বেশি কার্যকরী হবে। তবে, পুরো বিষয়টিই নির্ভর করছে সরকারের উপর।
কৃষ্ণ অভিযোগের সুরে বলেছেন, কোভ্যাকসিন নিয়ে ব্যাপক রাজনীতি হয়েছে। অনেক নেতিবাচর প্রচারের মুখে পড়তে হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই প্রতিষেধক নেওয়ায় অনেকেই একে ‘বিজেপি ভ্যাকসিন’ বা ‘মোদি ভ্যাকসিন’ বলে কটাক্ষ করেছেন। কিন্তু, এখন এটা প্রমাণিত, দেশে তৈরি এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অত্যন্ত কার্যকরী। তিনি জানিয়েছেন, সম্ভবত তিন-চার মাসের মধ্যেই কোভাকসিনের নেজাল ভ্যাকসিন বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য ছাড়পত্র পেয়ে যাবে। তখন আর মাস্ক পড়ার প্রয়োজন পড়বে না।