রাজ্য বিভাগে ফিরে যান

হাইকোর্টে শীতলকুচির গুলিচালনা নিয়ে রিপোর্ট জমা দিল সিআইডি

November 12, 2021 | < 1 min read

শীতলকুচিতে গুলিচালনার ঘটনায় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা করল সিআইডি। গত বিধানসভা ভোটে সেখানে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যুর জেরে দু’টি এফআইআর হয় মাথাভাঙা থানায়। একটি সিআইএসএফ এবং অন্যটি স্থানীয় এক বাসিন্দার করা। দু’টি ঘটনারই তদন্ত চালানোর পর সিআইডি জানিয়েছে, ছয় সিআইএসএফ জওয়ানের বক্তব্য জানার জন্য চারবার নোটিস দেওয়া হলেও তাঁদের সাক্ষাৎ মেলেনি। তাঁরা ভার্চুয়াল মোডে সাক্ষাৎকার দিতে চাইছেন। কিন্তু, ফৌজদারি আইনে তেমন ব্যবস্থা নেই। এই অবস্থায় ওই ছ’জনের বিরুদ্ধে আদালতে অভিযোগ জানানো হয়েছে। ১৬ নভেম্বর তার শুনানি। 


উল্লেখ্য, সিআইএসএফ অভিযোগ অনুযায়ী, সেদিন সেখানে প্রথম দফার গন্ডগোল লাঠি চালানোর পর মিটে গেলেও পরে ৩৫০-৪০০ জনের মারমুখী জনতা কেন্দ্রীয় ও রাজ্য পুলিসি বাহিনীকে আক্রমণ করে। বোমা, লাঠি ও লোহার রড নিয়ে। জওয়ানদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা হয়। সিআইডি রিপোর্টে জানিয়েছে, ঘটনাস্থল থেকে ব্যবহৃত বোমার অংশ, লাঠি, লোহার রড ছাড়াও চারটি ইনসাস রাইফেল ও আটটি ব্যবহৃত বুলেটের খোল উদ্ধার হয়েছে। সংগৃহীত হয়েছে পোলিং বুথের এবং এক ব্যক্তির ফোনে রেকর্ড করা ভিডিও। সেসব জিনিস ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। প্রসঙ্গত, প্রথম অভিযোগে সাক্ষীর সংখ্যা ৭৪ এবং দ্বিতীয়টির ক্ষেত্রে ৫৩। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Central force, #Sitalkuchi Massacre, #calcutta high court, #CID

আরো দেখুন