রাজ্য বিভাগে ফিরে যান

আগামী অর্থবর্ষে আকাশছোঁয়া হবে মুদ্রাস্ফীতি?, ধারণা আরবিআই- এর

November 12, 2021 | < 1 min read

খাদ্য মূল্য বৃদ্ধির কারণে অক্টোবরে খুচরা মুদ্রাস্ফীতি ৪.৪৮ শতাংশে উন্নীত হয়েছে। শুক্রবার কেন্দ্র সরকারের তরফ থেকে এমনই তথ্য দেওয়া হয়েছে।

ভোক্তা মূল্য সূচক (সিপিআই) ভিত্তিক মুদ্রাস্ফীতি আগের বছর সেপ্টেম্বরে ৪.৩৫ শতাংশ এবং অক্টোবরে ৭.৬১ শতাংশে ছিল।

জাতীয় পরিসংখ্যান অফিস (এনএসও) দ্বারা প্রকাশিত তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য পণ্যে মুদ্রাস্ফীতি ০.৮৫ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাসে ০.৬৪ শতাংশ ছিল।

সরকারের পক্ষ থেকে আরবিআইকে মুদ্রানীতিতে মুদ্রাস্ফীতি উভয় দিকে ২ শতাংশের সহনশীলতা ব্যান্ড সহ ৪ শতাংশে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে।

আরবিআই ২০২১- ২২ অর্থবর্ষে সিপিআই মুদ্রাস্ফীতি ৫.৩ শতাংশে পৌঁছবে বলে ধারণা করছে। দ্বিতীয় ত্রৈমাসিকে ৫.১ শতাংশ, তৃতীয় প্রান্তিকে ৪.৫ শতাংশ, অর্থবর্ষের শেষ প্রান্তিকে ৫.৮ শতাংশতে পৌঁছবে মুদ্রাস্ফীতি বলে মনে করছে আরবিআই।

TwitterFacebookWhatsAppEmailShare

#RBI, #inflation

আরো দেখুন