রাজ্য বিভাগে ফিরে যান

শুভেন্দুর আপত্তি সত্ত্বেও বীরভূমে মেডিক্যাল কলেজকে স্বীকৃতি দিল কেন্দ্র

November 12, 2021 | < 1 min read

শুভেন্দু অধিকারীর আপত্তিকে অগ্রাহ্য করেই বোলপুরে বেসরকারি মেডিক্যাল কলেজকে স্বীকৃতি দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই মেডিক্যাল কলেজকে যাতে কোনও ভাবেই স্বীকৃতি না দেওয়া হয় তার আবেদন জানিয়ে গত ১৫ সেপ্টেম্বর কেন্দ্রকে চিঠি দিয়েছিলেন শুভেন্দু। কেন্দ্রীয় স্বীকৃতি পেয়ে উচ্ছসিত জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বিষয়টি নিয়ে সাবধানি প্রতিক্রিয়া দিয়েছে বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষও।

চিঠিতে শুভেন্দু লিখেছিলেন, শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাকাল নামে ওই বেসরকারি মেডিক্যাল কলেজের পিছনে অনুব্রত মণ্ডলের হাত রয়েছে। গরু ও কয়লাপাচারের টাকা বিনিয়োগ হয়েছে ওই মেডিক্যাল কলেজে। এমনকী যে জমিতে মেডিক্যাল কলেজ তৈরি হয়েছে তা নিয়েও বিতর্ক রয়েছে। বোলপুর মহকুমা হাসপাতালের সঙ্গে বেসরকারি মেডিক্যাল কলেজের যে চুক্তি হয়েছে তার পিছনে রয়েছে রাজনৈতিক মদত। তাই কোনও ভাবেই যেন এই মেডিক্যাল কলেজকে ছাড়পত্র না দেওয়া হয়।

বোলপুর শহর থেকে ২ কিলোমিটার দূরে ২০০ একর জমির ওপর তৈরি হয়েছে শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ‘স্বাধীন’ নামে যে স্বেচ্ছাসেবী সংস্থা হাসপাতালটি তৈরি করেছে তার কর্ণধার মলয় শিট বলেন, ‘কোনও ভুল বোঝাবুঝি থেকে শুভেন্দুবাবু চিঠি দিয়েছিলেন। বোলপুর ও সংলগ্ন এলাকার মানুষের সেবায় কাজ করবে এই হাসপাতাল।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Bolpur, #union govt, #SHANTINIKETAN, #Medical college

আরো দেখুন