স্বস্তির খবর! কলকাতায় নিম্নমুখী কোভিড গ্রাফ
রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৬০ জন। যা বৃহস্পতিবারের তুলনায় সামান্য বেশি। মোট আক্রান্তের সংখ্যা বাড়লেও কলকাতায় নিম্নমুখী কোভিড গ্রাফ। একদিনে তিলোত্তমায় ২৩৩ জনের শরীরে থাবা বসিয়েছে ভাইরাস। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে নতুন করে আক্রান্ত ১৪৮ জন। তার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ২ হাজার ৪৪৬ জন। করোনা একদিনে প্রাণ কেড়েছে ১৪ জন। তার ফলে এখনও পর্যন্ত এ রাজ্যে করোনার বলি হয়েছেন ১৯ হাজার ২৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৪১ হাজার ১১৩টি নমুনা পরীক্ষা হয়েছে। তার ফলে ১ কোটি ৯৬ লক্ষ ৫৪ হাজার ৩২২টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ২.০৯ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় ভ্যাকসিনেশন। শুক্রবার গোটা রাজ্যে মোট ২ লক্ষ ৮২ হাজার ৭২৭ জনের টিকাকরণ হয়েছে। তার মধ্যে ১ লক্ষ ১০ হাজার ৯৫০ জন প্রথম এবং বাকি ১ লক্ষ ৭১ হাজার ৭৭৭ জন দ্বিতীয় ডোজ পেয়েছেন।
চলছে জগদ্ধাত্রী পুজো। তাই উৎসবের মরশুম এখনও শেষ হয়নি। এই পরিস্থিতিতে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ চিন্তা বাড়াচ্ছে প্রায় সকলেরই। তার উপর আবার আগামী ১৬ নভেম্বর থেকে খুলছে স্কুলও। করোনা সংক্রমণ আচমকা একলাফে আরও বাড়বে না তো, বারবার সে আশঙ্কাই যেন ঘুরপাক খাচ্ছে। সংক্রমণ থেকে রেহাই পেতে করোনাবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।