মোদীর উজ্জ্বলা যোজনায় ব্যাপক দুর্নীতি, কানেকশন পেতে গুনতে হচ্ছে হাজার টাকা
উজ্জ্বলা যোজনা। প্রদীপের শিখার তলায় অন্ধকার। দেশের দরিদ্র মা-বোনদের চোখের জল মোছাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প। এবার সেই প্রকল্প ঘিরে মাথা চাড়া দিয়েছে দুর্নীতি।
অভিযোগ, বিনামূল্যে যে প্রকল্পের সুবিধা পাওয়ার কথা। এখন সেই সুবিধা পেতে গলে গরীব মানুষদের গুণতে হচ্ছে হাজার টাকা। না হলে মিলছে না গ্যাসের সংযোগ।
এই দুর্নীতির জেরে নাজেহাল পূর্ব বর্ধমানের কাটোয়ার বয়রাগ্রাম, শ্রীখণ্ড গাঙ্গুলীডাঙা-সহ একাঠিক গ্রামের দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষজন।
তাঁদের স্পষ্ট অভিযোগ, কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বিনামূল্যে পাওয়া উজ্জ্বলা গ্যাসের সংযোগ পেতে দিতে হচ্ছে নগদ অর্থ। না দিলে দেওয়া হচ্ছে না গ্যাস কানেকশন। এজেন্ট পরিচয় দিয়ে একদল যুবক দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের থেকে টাকা আদায় করছে।
টাকা তোলার কথা স্বীকার করেছে এক ডেলিভারি বয়। যধিও তাঁর দাবি, গ্যাস ডিলারকেও টাকার ভাগ দিতে হয়। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ডিলার। উল্টে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।