খেলা বিভাগে ফিরে যান

নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

November 14, 2021 | 2 min read

রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড এবং অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া । দুবাইতে ফাইনাল ম্যাচে টসে জিতেছিলেন ফিঞ্চ। এবং টসে জিতে উইলিয়ামসনদের শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন তিনি।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭২ রান তুলেছিল নিউজিল্যান্ড। ৪৮ বলে ৮৫ রান করে আউট হন কেন উইলিয়ামসন। ফাইনাল ম্যাচে জিতে ট্রফি হাতে তুলতে অজিদের প্রয়োজন ছিল ১৭৩ রান।

প্রথমে ঝটকা খেলেও ম্যাচের রাশ হাতে তুলে নেন মিচেল মার্শ এবং ডেভিড ওয়ার্নার। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮২ রান তুলে ফেলেন তারা। ১২.২ ওভারে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডেভিড ওয়ার্নার। ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৩ রান করেন ওয়ার্নার। অস্ট্রেলিয়া ১০৭ রানে ২ উইকেট হারায়। এরপর মার্শকে সং দিতে আসেন গেলেন ম্যাক্সওয়েল। ঠান্ডা মাথায় তারা অস্ট্রেলিয়াকে লক্ষ্যে পৌঁছে দেন ৭ বল বাকি থাকতেই। মার্শ ৭৭ রান করে অপরাজিত থাকেন। ম্যাক্সওয়েল করেন ২৮ রান। ১৮.৫ ওভারে ১৭৩/২ করে ৮ উইকেটে ম্যাচ জিতে নিল অস্ট্রেলিয়া।

TwitterFacebookWhatsAppEmailShare

#T20 World Cup, #Australia, #newzealand, #T20 World Cup Final

আরো দেখুন