রাজ্য বিভাগে ফিরে যান

সুখবর! গত ২৪ ঘণ্টায় রাজ্যে অনেকটাই কমল করোনায় মৃত্যু, স্বস্তি সুস্থতায়

November 14, 2021 | < 1 min read

ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রাজ্যে। কিছুটা হলেও বাগে রয়েছে করোনা সংক্রমণ। কিন্তু স্বস্তি নেই কলকাতাবাসীর। গত ২৪ ঘণ্টায় ফের খানিকটা বাড়ল তিলোত্তমার দৈনিক সংক্রমণ। একদিনে রাজ্যে মোট সংক্রমিত হয়েছেন ৮৭৫ জন। যা আগের দিনের তুলনায় অত্যন্ত সামান্য হলেও বেশি। তবে এক ধাক্কায় অনেকটা কমেছে মৃত্যু। একদিনে রাজ্যে মৃত ৭ জন। সুস্থতার হার ৯৮.২৯ শতাংশ।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা (Corona Virus) আক্রান্তদের মধ্যে ২৩৮ জন কলকাতার (Kolkata)। অর্থাৎ দৈনিক সংক্রমণের নিরিখে এদিন ফের প্রথমে ওই জেলা। আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে সংক্রমণ। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas)। একদিনে আক্রান্ত সেখানকার ১৪০ জন। আগেরদিন সংক্রমণ ছিল এর তুলনায় বেশ খানিকটা বেশি।

দৈনিক সংক্রমণে ফের তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা। একদিনে ওই জেলায় নতুন করে সংক্রমিত ৭১ জন। চতুর্থ স্থানে হুগলি। সেখানে একদিনে সংক্রমিত ৬৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় রাজ্যের কম বেশি সব জেলা থেকেই নতুন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৬,০৪, ১৯৩।

একদিনে করোনা প্রাণ কেড়েছে রাজ্যের ৭ জনের। দৈনিক মৃত্যুর নিরিখে প্রথম স্থানে কলকাতা। একদিনে করোনার বলি সেখানকার ২ জন। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯,৩১৪ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৮৩৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৫,৭৬, ৮১৭। গত ২৪ ঘণ্টায় পজিটিভিটি রেট ২.১৩ শতাংশ। বর্তমানে রাজ্যে সেফ হোমের সংখ্যা ২০০।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #West Bengal, #Corona Virus

আরো দেখুন